ফেনীর কাশেমপুরে স্টার লাইন ফুড প্রোডাক্টের কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। দমকল বাহিনীর ৯টি ইউনিট স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
ফেনী দমকল বাহিনীর উপপরিচালক পূর্ণচন্দ্র মৎসুদ্দী জানান, গভীর রাতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকল বাহিনীর নয়টি ইউনিট স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ৩০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন কারখানা কর্তৃপক্ষ। অন্যদিকে, ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার নূরপুর মহল্লায় অগ্নিকান্ডে তিনটি দোকান পুড়ে গেছে। বুধবার রাত সোয়া ১১টার দিকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। ভাঙ্গা দমকল বাহিনীর দুটি ইউনিট ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত দোকানিরা হলেন দেলোয়ার হোসেন, লিটন শেখ ও নান্নু শেখ।
আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।