গাজীপুরের টঙ্গীতে হেরোইনসহ মোশারফ ও তরিকুল ইসলাম নামে দুজনকে আটক করেছেন র্যাব-১ এর সদস্যরা। বুধবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশনরোড এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- মোশারফ ও তরিকুল ইসলাম। তাদের কাছ থেকে দুই কেজি ৬৩০ গ্রাম হেরোইন, একটি ট্রাক, তিনটি মোবাইল ফোন ও নগদ তিন হাজার টাকা জব্দ করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। র্যাব-১ জানায়, হেরোইনের বড় চালান চাঁপাইনবাবগঞ্জ থেকে গাজীপুর হয়ে রাজধানী ঢাকায় আসছে, এমন খবরে টঙ্গী পূর্ব থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি ট্রাক তল্লাশি করে হেরোইনসহ মাদক কারবারি চক্রের দুই সদস্যকে ধরে টঙ্গী পূর্ব থানায় সোপর্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে গতকাল জেলহাজতে পাঠানো হয়েছে।