লাহিনী-লাঙ্গলবন্দ সড়কের ১৫ কিলোমিটার এখন মানুষের গলার কাঁটা হয়ে উঠেছে। ২০ মিনিটের এ সড়ক অতিক্রম করতে সময় লাগছে দেড় ঘণ্টা। জেলার কুমারখালী উপজেলার লাহিনী থেকে সান্দিয়ারা পর্যন্ত সড়কে কাজ হয় না প্রায় এক যুগ। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় কিছু কিছু জায়গায় সড়কের অস্তিত্ব খুঁজে পাওয়া মুশকিল। কার্পেটিং আর ইট-খোয়া উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত। এমন সড়কেই প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে অসংখ্য যানবাহন। ঘটছে দুর্ঘটনা। অন্য সড়কগুলোর চেয়ে লাহিনী-লাঙ্গলবন্দ সড়কে কম সময়ে পাশের জেলা মাগুরা যাতায়াত করা যায় বলে অনেকেই এই সড়ক ব্যবহার করেন। এ ছাড়া কুমারখালী উপজেলার যদুবয়রা, চাপড়া, চাঁদপুর, পান্টি ও বাগুলাট ইউনিয়নের হাজার হাজার মানুষের জেলা সদর ও রাজধানীতে যোগাযোগের একমাত্র সড়ক এটি। আবার ঝিনাইদহের শৈলকুপা উপজেলাবাসী নিত্যপ্রয়োজনে এই সড়ক ব্যবহার করেন। কিন্তু দীর্ঘ প্রায় এক যুগ ধরে এই সড়কের সংস্কার না হওয়ায় লাহিনী থেকে সান্দিয়ারা পর্যন্ত ১৫ কিলোমিটার চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের এই অংশে কার্পেটিং আর ইট-খোয়া উঠে গেছে। কোথাও কোথাও পাকা সড়কের অস্তিত্ব খুঁজে পাওয়ায় মুশকিল। পুরো সড়ক জুড়ে খানা-খন্দে ভড়া। এই সড়কে চলাচল করতে গিয়ে সুস্থ মানুষও অসুস্থ হয়ে পড়ছেন। প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। বিকল হচ্ছে যানবাহন। বর্ষাকালে সড়কের গর্তে বৃষ্টির পানি জমে যায়। তখন সড়কটি চলাচলের ক্ষেত্রে ভয়ংকর হয়ে পড়ে। এদিকে, বর্তমান শুষ্ক মৌসুমে সড়কের দুই পাশের বাসিন্দাদের জন্য বিপদ ডেকে এনেছে সড়কটি। এ ছাড়া সড়কের ধুলো আর ইটের সুরকি বাতাসে উড়ে বাড়ি ঘরে গিয়ে পড়ছে। এতে ঘরের আসবাবপত্র আর কাপড়চোপড় নোংরা হয়ে যায়। জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর সূত্রে জানা গেছে, ২০২০ সালে এই সড়কের দরপত্রে অংশ নিয়ে কাজ পান স্থানীয় এক ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে কাজ পাওয়ার পরপরই ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক একটি মামলায় গ্রেফতার হন। বর্তমানে তিনি কারাগারে আছেন। এ কারণে সড়কের সংস্কার কাজ আজ পর্যন্ত শুরু হয়নি। ফলে দিনদিন সড়কটির অবস্থা আরও সঙ্গিন হয়ে পড়ছে। এই সড়কে যাত্রী আনা নেওয়া করেন সিএনজি চালিত অটোরিকশা চালক জানবার আলী। তিনি বলেন, অনেক দিন থেকেই সড়কের অবস্থা খারাপ। তবে ৪/৫ বছর হলো সড়কটি খারাপ হয়ে গেছে। জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে এই সড়কে। অসুস্থ স্ত্রীকে মোটরসাইকেলে করে জেলা সদরের হাসপাতালে নিচ্ছেন যদুবয়রা গ্রামের আবদুল জলিল। তিনি বলেন, এই সড়কে যে অবস্থা তাতে গাড়ি পাওয়া মুশকিল। কুষ্টিয়া এলজিইডির নির্বাহী প্রকৌশলী জাহিদুর রহমান ম-ল জানান, ১৫ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়কটি সংস্কারে গত বছর দরপত্র আহ্বান করা হয়েছিল। এতে যে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পেয়েছিল তার কর্ণধার ব্যক্তিগত কারণে কাজটি করতে পারেননি। ফলে নতুন করে দরপত্র আহ্বানের উদ্যোগ নেওয়া হয়েছে। শিগরিই সড়কটির সংস্কার কাজ শুরু করা হবে বলে আশ্বাস দেন ওই প্রকৌশলী।
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে
গলার কাঁটা ১৫ কিলোমিটার
জহুরুল ইসলাম, কুষ্টিয়া
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর