রবিবার, ১৪ মার্চ, ২০২১ ০০:০০ টা

মানসম্মত শিক্ষা নিশ্চিত করেছে সরকার : ক্যাপ্টেন তাজ

বাঞ্ছারামপুর প্রতিনিধি

মানসম্মত শিক্ষা নিশ্চিত করেছে সরকার : ক্যাপ্টেন তাজ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম এমপি বলেছেন, ‘দেশে মানসম্মত শিক্ষা নিশ্চিত করেছে সরকার। ফলে শিক্ষিত বেকার সংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে। পরিবার হলো শিশুর প্রথম এবং প্রধান পাঠশালা। আপনাদের সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এ সব বিষয় খবর রাখতে হবে। সরকার সাধারণ শিক্ষাব্যবস্থার পাশাপাশি কারিগরি শিক্ষায় উৎসাহিত করছে কিশোর-কিশোরীদের। শেখ হাসিনার সরকার সন্ত্রাস ও জঙ্গিবাদে জিরো ট্রালারেন্সে নিয়ে এসেছে। এখন সময় এসেছে মাদকের ভয়াল গ্রাস থেকে যুবসমাজকে বাঁচাতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার। খেলাধুলা, সাংস্কৃতিক চর্চাসহ নানা কিছুতে তাদের ব্যস্ত রাখতে হবে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যে বাংলাদেশের স্বপ্ন দেখছেন, তা বাস্তবায়নে তরুণরাই হবে সবচেয়ে বড় যোদ্ধা। আপনারা আদর্শ সমাজ গড়ে তুলুন। দেশকে এগিয়ে নিতে শেখ হাসিনার নেতৃত্ব প্রতি আস্থা ও বিশ্বাস রাখুন। বাঞ্ছারামপুর উপজেলার সুজন স্মৃতি কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কলেজের সভাপতি ইউনুসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, প্রিন্সিপাল আবুল খায়ের দুলাল, নুরুল ইসলাম, মিয়া মো.           হেলাল প্রমুখ।

সর্বশেষ খবর