সোমবার, ১৫ মার্চ, ২০২১ ০০:০০ টা

সঠিক তথ্য-উপাত্ত নিয়ে এগিয়ে যাক

বরগুনা প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. আখতারুজ্জামান বলেছেন, সঠিক তথ্য ও উপাত্ত নিয়ে এগিয়ে যাক বাংলাদেশ প্রতিদিন। এ পত্রিকার কলেবর ছোট হলেও ঘটনা চমৎকারভাবে উপস্থাপন করে। গতকাল বরগুনার গ্রামের বাড়িতে পারিবারিক অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিদিনকে এক যুগ পূর্তি উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে এসব কথা বলেন।

এ সময় শিক্ষা-উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধির সঙ্গে কথা বলেন তিনি।  ভিসি সপরিবারে পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে গ্রামের বাড়ি পাথরঘাটার কালিপুর আসেন। গতকাল মা-বাবার স্মরণে আত্মীয় ও গ্রামবাসীকে নিয়ে কোরআন ও দোয়া অনুষ্ঠানের আগে বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, প্রধানমন্ত্রীর যে দর্শন প্রতিটি গ্রাম হবে শহর। গ্রামের সাধারণ মানুষ গ্রামে বসেই শহরের সুযোগ-সুবিধা ভোগ করবে। আমি নিজ গ্রামে এসে সেটা দেখছি। উপলব্ধি করছি। অপ্রত্যাশিত এবং অকল্পনীয় উন্নয়নের কারণে আজ গ্রামে ঘরে ঘরে বিদ্যুৎ-গ্যাস, ইন্টারনেট প্রযুক্তি পৌঁছে গেছে। গ্রামে গ্রামে  কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে।

সর্বশেষ খবর