আনন্দ আড্ডা আর সম্প্রীতির বন্ধনে পালিত হয়েছে বাংলাদেশ প্রতিদিনের একযুগে পদার্পণ অনুষ্ঠান। গতকাল দেশের বিভিন্ন জেলায় কেক কাটা, আলোচনা সভা ও র্যালিসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- বগুড়া : প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান এমপি। আরও উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা প্রমুখ। যশোর : যশোর প্রেস ক্লাবে অনুষ্ঠানে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, সংবাদিক জাহিদ হাসান টুকুন, একরাম-উদ-দ্দৌলা ও মবিনুল ইসলাম মবিন উপস্থিত ছিলেন। পঞ্চগড় : সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে নাট্যদল ভূমিজের মিলনায়তনে আলোচনা সভায় উপস্থিত ছিলেন মজাহারুল হক প্রধান এমপি। এ ছাড়া জেলা পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী পঞ্চগড় পুলিশ বিভাগের পক্ষ থেকে শুভেচ্ছা জানান। নীলফামারী : জেলা শিল্পকলা একাডেমির হলরুমে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেওয়ান কামাল আহমেদ, কে এম আরিফুজ্জামান, মনিরুল হাসান শাহ আপেল, মিনাল কান্তি রায় প্রমুখ। সাতক্ষীরা : সাতক্ষীরা প্রেস ক্লাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম প্রমুখ। জয়পুরহাট : জয়পুরহাট প্রেস ক্লাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, উপজেলা পরিষদ চেয়ারম্যান সোলায়মান আলী, আনোয়ারুল হক আনু প্রমুখ। নওগাঁ : নওগাঁয় অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী শিশুদের নিয়ে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। লালমনিরহাট : শহরের এলজিইডি মিলনায়তনে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু জাফর, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, পৌর মেয়র রেজাউল করিম স্বপন, সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন প্রমুখ। মেহেরপুর : রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। মাগুরা : প্রেস ক্লাবে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম। কুষ্টিয়া : প্রেস ক্লাবের আবদুর রাজ্জাক মিলনায়তনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঞ্জুরুল ইসলাম, তারিকুল হক তারিক, কুষ্টিয়া পৌরসভার প্যানেল মেয়র শাহিন উদ্দিন প্রমুখ। কুড়িগ্রাম : প্রেস ক্লাবের অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলী, পৌর মেয়র কাজিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। গাইবান্ধা : গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থা মিলনায়তনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ খলিলুর রহমান, জাপা নেতা শাহজাহান খান আবু প্রমুখ। দিনাজপুর : দিনাজপুর প্রেস ক্লাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোরঞ্জনশীল গোপাল এমপি। চাঁপাইনবাবগঞ্জ : জেলা প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, সাবেক এমপি আবদুল ওদুদ প্রমুখ। চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা প্রেস ক্লাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। ঝিনাইদহ : জেলা প্রেস ক্লাবের সামনে থেকে র্যালি বের করা হয়। পরে প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম প্রমুখ।
শিরোনাম
- নতুন অ্যালবামে প্রকাশ করে যুক্তরাষ্ট্রে যাবে অর্থহীন
- শেষ মুহূর্তের নাটকীয় গোলে অ্যাতলেটিকোকে হারাল লিভারপুল
- কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন
- রাজধানীতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে বৃদ্ধ নিহত
- রাজধানী ঢাকায় আজ যেসব কর্মসূচি
- যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ কর্মকর্তা নিহত
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’