আনন্দ আড্ডা আর সম্প্রীতির বন্ধনে পালিত হয়েছে বাংলাদেশ প্রতিদিনের একযুগে পদার্পণ অনুষ্ঠান। গতকাল দেশের বিভিন্ন জেলায় কেক কাটা, আলোচনা সভা ও র্যালিসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- বগুড়া : প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান এমপি। আরও উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা প্রমুখ। যশোর : যশোর প্রেস ক্লাবে অনুষ্ঠানে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, সংবাদিক জাহিদ হাসান টুকুন, একরাম-উদ-দ্দৌলা ও মবিনুল ইসলাম মবিন উপস্থিত ছিলেন। পঞ্চগড় : সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে নাট্যদল ভূমিজের মিলনায়তনে আলোচনা সভায় উপস্থিত ছিলেন মজাহারুল হক প্রধান এমপি। এ ছাড়া জেলা পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী পঞ্চগড় পুলিশ বিভাগের পক্ষ থেকে শুভেচ্ছা জানান। নীলফামারী : জেলা শিল্পকলা একাডেমির হলরুমে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেওয়ান কামাল আহমেদ, কে এম আরিফুজ্জামান, মনিরুল হাসান শাহ আপেল, মিনাল কান্তি রায় প্রমুখ। সাতক্ষীরা : সাতক্ষীরা প্রেস ক্লাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম প্রমুখ। জয়পুরহাট : জয়পুরহাট প্রেস ক্লাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, উপজেলা পরিষদ চেয়ারম্যান সোলায়মান আলী, আনোয়ারুল হক আনু প্রমুখ। নওগাঁ : নওগাঁয় অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী শিশুদের নিয়ে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। লালমনিরহাট : শহরের এলজিইডি মিলনায়তনে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু জাফর, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, পৌর মেয়র রেজাউল করিম স্বপন, সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন প্রমুখ। মেহেরপুর : রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। মাগুরা : প্রেস ক্লাবে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম। কুষ্টিয়া : প্রেস ক্লাবের আবদুর রাজ্জাক মিলনায়তনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঞ্জুরুল ইসলাম, তারিকুল হক তারিক, কুষ্টিয়া পৌরসভার প্যানেল মেয়র শাহিন উদ্দিন প্রমুখ। কুড়িগ্রাম : প্রেস ক্লাবের অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলী, পৌর মেয়র কাজিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। গাইবান্ধা : গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থা মিলনায়তনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ খলিলুর রহমান, জাপা নেতা শাহজাহান খান আবু প্রমুখ। দিনাজপুর : দিনাজপুর প্রেস ক্লাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোরঞ্জনশীল গোপাল এমপি। চাঁপাইনবাবগঞ্জ : জেলা প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, সাবেক এমপি আবদুল ওদুদ প্রমুখ। চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা প্রেস ক্লাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। ঝিনাইদহ : জেলা প্রেস ক্লাবের সামনে থেকে র্যালি বের করা হয়। পরে প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম প্রমুখ।
শিরোনাম
- নেত্রকোনায় ট্রাকের সাথে সিএনজির সংঘর্ষ, নিহত দুই
- চাকরির শেষ কর্মদিবসে বিদ্যালয়েই মারা গেলেন প্রধান শিক্ষক
- গুম-খুনের অভিযোগ : সিআইডির এডিশনাল এসপি মশিউর কারাগারে
- জনপ্রশাসনবিষয়ক কমিটি বাতিল
- সরানো হলো ডিএসসিসির প্রশাসক ও ঢাকা ওয়াসার এমডিকে
- রান তাড়ার বিশ্ব রেকর্ড গড়ে ফাইনালে ভারত
- তফসিলের পর প্রশাসন-পুলিশে রদবদলের উদ্যোগ নেবে ইসি
- ডোপ টেস্ট পজিটিভ হলে জকসুর প্রার্থিতা বাতিল
- বাড্ডায় মেট্রো লাইন স্থানান্তর শুরু, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ
- চলতি বছর ই-রিটার্ন দাখিল করেছেন ১০ লাখের বেশি করদাতা
- ‘শাপলা যদি দিতেই চান একটু ফুটাইয়া দিলে ক্ষতি কী?’
- পাপ ও প্রতিশোধের ভয়ংকর গল্প ‘কিতাব সিজ্জিন দান ইল্লিয়িন’ আসছে স্টার সিনেপ্লেক্সে
- কাশ্মীরে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের ঘোষণা পাকিস্তানের
- নিজেদের সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রুশ কমান্ডাররা
- সুদানের এল ফাশেরে ১৪ হাজারের বেশি বেসামরিক নিহত
- বিএমএ ‘হল অব ফেইম’-এ অন্তর্ভুক্ত হলেন নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান
- তুরস্কের অনুরোধে আফগানিস্তান-পাকিস্তান ফের আলোচনায় বসছে
- মহাকাশ মিশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি নভোচারী
- প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি গঠন
- রাবিতে যাতায়াত সুবিধায় ই-কার সার্ভিস চালুর ঘোষণা
আনন্দ আড্ডায় বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর