আনন্দ আড্ডা আর সম্প্রীতির বন্ধনে পালিত হয়েছে বাংলাদেশ প্রতিদিনের একযুগে পদার্পণ অনুষ্ঠান। গতকাল দেশের বিভিন্ন জেলায় কেক কাটা, আলোচনা সভা ও র্যালিসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- বগুড়া : প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান এমপি। আরও উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা প্রমুখ। যশোর : যশোর প্রেস ক্লাবে অনুষ্ঠানে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, সংবাদিক জাহিদ হাসান টুকুন, একরাম-উদ-দ্দৌলা ও মবিনুল ইসলাম মবিন উপস্থিত ছিলেন। পঞ্চগড় : সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে নাট্যদল ভূমিজের মিলনায়তনে আলোচনা সভায় উপস্থিত ছিলেন মজাহারুল হক প্রধান এমপি। এ ছাড়া জেলা পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী পঞ্চগড় পুলিশ বিভাগের পক্ষ থেকে শুভেচ্ছা জানান। নীলফামারী : জেলা শিল্পকলা একাডেমির হলরুমে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেওয়ান কামাল আহমেদ, কে এম আরিফুজ্জামান, মনিরুল হাসান শাহ আপেল, মিনাল কান্তি রায় প্রমুখ। সাতক্ষীরা : সাতক্ষীরা প্রেস ক্লাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম প্রমুখ। জয়পুরহাট : জয়পুরহাট প্রেস ক্লাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, উপজেলা পরিষদ চেয়ারম্যান সোলায়মান আলী, আনোয়ারুল হক আনু প্রমুখ। নওগাঁ : নওগাঁয় অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী শিশুদের নিয়ে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। লালমনিরহাট : শহরের এলজিইডি মিলনায়তনে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু জাফর, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, পৌর মেয়র রেজাউল করিম স্বপন, সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন প্রমুখ। মেহেরপুর : রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। মাগুরা : প্রেস ক্লাবে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম। কুষ্টিয়া : প্রেস ক্লাবের আবদুর রাজ্জাক মিলনায়তনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঞ্জুরুল ইসলাম, তারিকুল হক তারিক, কুষ্টিয়া পৌরসভার প্যানেল মেয়র শাহিন উদ্দিন প্রমুখ। কুড়িগ্রাম : প্রেস ক্লাবের অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলী, পৌর মেয়র কাজিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। গাইবান্ধা : গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থা মিলনায়তনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ খলিলুর রহমান, জাপা নেতা শাহজাহান খান আবু প্রমুখ। দিনাজপুর : দিনাজপুর প্রেস ক্লাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোরঞ্জনশীল গোপাল এমপি। চাঁপাইনবাবগঞ্জ : জেলা প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, সাবেক এমপি আবদুল ওদুদ প্রমুখ। চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা প্রেস ক্লাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। ঝিনাইদহ : জেলা প্রেস ক্লাবের সামনে থেকে র্যালি বের করা হয়। পরে প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম প্রমুখ।
শিরোনাম
- তীব্র তাপদাহে আক্রান্তদের জন্য মহাখালীতে হিটস্ট্রোক সেন্টার চালু
- কর ফাঁকির সুযোগ নেই, সবাইকে কর দিতে হবে: ডিএনসিসি প্রশাসক
- ১৫ বা তার কম বয়সেই যৌন সহিংসতার শিকার প্রতি পাঁচজন নারীর একজন
- কুয়াকাটায় নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা পালিত
- কিশোরগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু
- কলমাকান্দায় রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তি উদ্ধার
- আমরণ অনশনের হুঁশিয়ারি বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের
- উপাচার্যের পদত্যাগ দাবিতে ববিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা
- আল-নাসর ছাড়ার পথে রোনালদো?
- পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
- কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
- আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ইতিবাচক : ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য
- আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে নেত্রকোনায় মিষ্টি বিতরণ
- বগুড়া ডিএসএ কাপ ক্রিকেট টুর্ণামেন্টে এ জেড স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
- গাজায় মৃত্যু ঝুঁকিতে ৬৫ হাজার শিশু
- তথ্য যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সতর্কতা জরুরি : খুবি ভিসি
- দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
আনন্দ আড্ডায় বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর