আনন্দ আড্ডা আর সম্প্রীতির বন্ধনে পালিত হয়েছে বাংলাদেশ প্রতিদিনের একযুগে পদার্পণ অনুষ্ঠান। গতকাল দেশের বিভিন্ন জেলায় কেক কাটা, আলোচনা সভা ও র্যালিসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- বগুড়া : প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান এমপি। আরও উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা প্রমুখ। যশোর : যশোর প্রেস ক্লাবে অনুষ্ঠানে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, সংবাদিক জাহিদ হাসান টুকুন, একরাম-উদ-দ্দৌলা ও মবিনুল ইসলাম মবিন উপস্থিত ছিলেন। পঞ্চগড় : সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে নাট্যদল ভূমিজের মিলনায়তনে আলোচনা সভায় উপস্থিত ছিলেন মজাহারুল হক প্রধান এমপি। এ ছাড়া জেলা পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী পঞ্চগড় পুলিশ বিভাগের পক্ষ থেকে শুভেচ্ছা জানান। নীলফামারী : জেলা শিল্পকলা একাডেমির হলরুমে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেওয়ান কামাল আহমেদ, কে এম আরিফুজ্জামান, মনিরুল হাসান শাহ আপেল, মিনাল কান্তি রায় প্রমুখ। সাতক্ষীরা : সাতক্ষীরা প্রেস ক্লাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম প্রমুখ। জয়পুরহাট : জয়পুরহাট প্রেস ক্লাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, উপজেলা পরিষদ চেয়ারম্যান সোলায়মান আলী, আনোয়ারুল হক আনু প্রমুখ। নওগাঁ : নওগাঁয় অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী শিশুদের নিয়ে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। লালমনিরহাট : শহরের এলজিইডি মিলনায়তনে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু জাফর, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, পৌর মেয়র রেজাউল করিম স্বপন, সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন প্রমুখ। মেহেরপুর : রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। মাগুরা : প্রেস ক্লাবে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম। কুষ্টিয়া : প্রেস ক্লাবের আবদুর রাজ্জাক মিলনায়তনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঞ্জুরুল ইসলাম, তারিকুল হক তারিক, কুষ্টিয়া পৌরসভার প্যানেল মেয়র শাহিন উদ্দিন প্রমুখ। কুড়িগ্রাম : প্রেস ক্লাবের অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলী, পৌর মেয়র কাজিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। গাইবান্ধা : গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থা মিলনায়তনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ খলিলুর রহমান, জাপা নেতা শাহজাহান খান আবু প্রমুখ। দিনাজপুর : দিনাজপুর প্রেস ক্লাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোরঞ্জনশীল গোপাল এমপি। চাঁপাইনবাবগঞ্জ : জেলা প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, সাবেক এমপি আবদুল ওদুদ প্রমুখ। চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা প্রেস ক্লাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। ঝিনাইদহ : জেলা প্রেস ক্লাবের সামনে থেকে র্যালি বের করা হয়। পরে প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম প্রমুখ।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ