বুধবার, ১৭ মার্চ, ২০২১ ০০:০০ টা

নির্মাণের ছয় মাসের মধ্যেই ভেঙে পড়ল কালভার্ট

বাবুল আখতার রানা, নওগাঁ

নির্মাণের ছয় মাসের মধ্যেই ভেঙে পড়ল কালভার্ট

নওগাঁর বদলগাছী শহরের মেইন সড়কে নির্মাণের মাত্র ছয় মাসের মধ্যেই ভেঙে পড়ল কালভার্ট। কালভার্টের ছাদ ধসে পড়ায় এলাকাবাসীর মধ্যে নানা গুঞ্জন শুরু হয়েছে। ১০-১৫ দিন পূর্বে ছাদের মাঝখানে ধসে পড়ায় যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়ে পড়েছে। বদলগাছী বণিক সমিতির সভাপতি গোলাম কিবরিয়া, ব্যবসায়ী আবদুল কাদের জানায়, ১০-১৫ দিন পূর্বে কালভার্টটির ছাদ ধসে পড়ে। যে কোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। এলাকাবাসী অভিযোগ করে বলেন, নওগাঁ-বদলগাছী আঞ্চলিক মহাসড়কটি যে বেহাল অবস্থা। অতিরিক্ত ঝুঁকি নিয়ে চলে যানবাহন। মালবাহী চলন্ত যানবাহনের চাকা ঢেবে গিয়ে আটকে যায় সড়কে। এভাবে সড়কের বিভিন্ন স্থানে লন্ডভন্ড হয়ে পড়েছে সড়ক। দফায় দফায় সংস্কার করছে আবারও বিধ্বস্ত হয়ে পড়ছে। জনগুরুত্বপূর্ণ এ সড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়ে পড়ায় পথচারীসহ দূরপাল্লার যাত্রীরা দুর্ভোগের শিকার হচ্ছেন। জনদুর্ভোগের অবসান যেন হচ্ছে না। এলাকাবাসী জানায়, প্রায় ছয় মাস আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্ব পাশে মেইন সড়কের একটি কালভার্ট নির্মাণ করা হয়।

নির্মাণের ছয় মাসের মধ্যেই কালভার্টটির ছাদ আবারও ভেঙে পড়ল। বর্তমানে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। দুর্ঘটনা এড়াতে আশপাশের লোকজন ভাঙা কালভার্টের খুঁটির মাথায় লাল পতাকা উড়িয়ে বিপদ সংকেত লাগিয়ে দেন। দুই পাশে দুটি বালির বস্তা রেখে দেয়। এ বিষয়ে নওগাঁ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর