শুক্রবার, ১৯ মার্চ, ২০২১ ০০:০০ টা

স্বেচ্ছাশ্রমে ৩ কিলোমিটার রাস্তা

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে স্বেচ্ছাশ্রমে ৩ কিলোমিটার গ্রামীণ রাস্তা নির্মাণ ও কবরস্থান সংস্কার করেছেন গ্রামবাসী। দীর্ঘদিন ধরে সড়কের জন্য বিভিন্ন মহলে ধরনা দিয়েও প্রতিকার না পাওয়ায় এ উদ্যোগ নেন আত্রাই উপজেলার হরিপুর গ্রামের লোকজন। রাস্তা তৈরির শেষ দিনে গ্রামে মিলাদের আয়োজনও করেন তারা।

জানা যায়, কয়েক যুগ আগে হরিপুর গ্রামে বাসিন্দাদের চলাচলের জন্য তৈরি করা হয় গ্রামীণ সড়ক। সংস্কারের অভাবে গ্রামের মানুষের চলাচলের একমাত্র রাস্তাটি বেহাল হয়ে পড়ে। বিশেষ করে বর্ষা মৌসুমে এখানকার লোকজনের কষ্টের শেষ থাকে না। হরিপুর গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মফিজ উদ্দিন জানান, নির্বাচন এলে রাস্তাটি নিয়ে নানা প্রতিশ্রুতি শুনলেও বাস্তবায়ন দেখি না। শিক্ষক জহুরুল ইসলাম ও ইউপি সদস্য ওহিদুর রহমান রাস্তাটি পাকাকরণের জন্য ঊর্ধ্বতন মহলের সুদৃষ্টি কামনা করেন। স্থানীয় বিশা ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান মোল্লা বলেন, রাস্তাটি পাকা করার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা তদবির করে আসছি। গ্রামবাসী উদ্যোগ নিলে আমার সাধ্যমতো কাজে সহযোগিতা করি। গ্রামবাসীকে ধন্যবাদ জানাই নিজ উদ্যোগে রাস্তা তৈরির জন্য। এভাবে প্রতিটা গ্রামের মানুষ এগিয়ে এলে প্রধানমন্ত্রী ঘোষিত ‘গ্রাম হবে শহর’ অল্প সময়ে বাস্তবায়ন সম্ভব হবে।

সর্বশেষ খবর