শনিবার, ২০ মার্চ, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত খবর

দেড় বছর পর বেনাপোলে ভারতীয় পিঁয়াজ

দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর অবশেষে বেনাপোল বন্দরে এলো ভারতীয় পিঁয়াজ। ভারত থেকে দুটি ট্রাকে সাড়ে ৪২ মেট্রিক টন পিঁয়াজ আমদানি হয়েছে। এর আগে উৎপাদন সংকট দেখিয়ে ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর বাংলাদেশে পিঁয়াজ রপ্তানি বন্ধ করেছিল ভারত সরকার। গত বৃহস্পতিবার রাতে ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে পিঁয়াজ বোঝাই দুটি ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করে। বাংলাদেশি আমদানিকারকে কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে পণ্য ছাড়াতে সহযোগিতা করেছেন স্থানীয় এজেন্ট।

                -বেনাপোল প্রতিনিধি

প্রেমের টানে ভারতে কিশোরী, অতঃপর...

প্রেমের টানে ভারতে চলে যাওয়া বকশীগঞ্জ উপজেলার সপ্তম শ্রেণির এক কিশোরীকে ফেরত দিয়েছে বিএসএফ। বৃহস্পতিবার রাতে বিএসএফ ও বিজিবি পতাকা বৈঠক শেষে তাকে পুলিশে হস্তান্তর করা হয়। পরে পুলিশ কিশোরীকে পরিবারে ফেরত দেয়। বিজিবি সূত্র জানায়, জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মিস্টার আলীর মেয়ে মেরিনা আক্তারের সঙ্গে ভারতীয় সীমান্তবর্তী গ্রামের আক্তার হোসেনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বৃহস্পতিবার বিকালে বকশীগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে গিয়ে ওই কিশোরী আক্তারকে খুঁজতে থাকে। পরে বিএসএফ তাকে আটক করে। এরপর কামালপুর সীমান্তে বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেয়।

                -জামালপুর প্রতিনিধি

চাঁদা না পেয়ে ওয়ার্কশপ ভাঙচুর

গাজীপুরের টঙ্গীতে চাঁদার টাকা না পেয়ে জসিম রিপিয়ারিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামে একটি প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করেছে একদল দুর্বৃত্ত। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে হিমেল নামে এক যুবককে আটক করেছে। গতকাল দুপুরে তুরাগ নদের পাশে ধউর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তুরাগ থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী। টঙ্গীর থানার উপ-পরিদর্শক মোজাম্মেল জানান, ভাঙচুরের ঘটনায় থানায় অভিযোগ করেছে ওয়ার্কশপ কর্তৃপক্ষ। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

                -টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে আওয়ামী লীগের প্রস্তুতি সভা গতকাল রূপগঞ্জ উপজেলার নাওড়ায় কায়েতপাড়া ইউনিয়ন চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয় মাঠে আনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ জেলা পরিষদ সদস্য মিজানুর রহমান মিজান। সভাপতিত্ব করেন কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী সামসুল আলম।      -রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর