শনিবার, ২৭ মার্চ, ২০২১ ০০:০০ টা

টিটিসি ল্যাবে চুরি!

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের (টিটিসি) কম্পিউটার ল্যাবে রহস্যজনক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ২৯টি কম্পিউটারের যন্ত্রাংশ খুলে নিয়েছে। তবে ল্যাবের মনিটর এবং অন্যান্য জিনিস খোয়া যায়নি। গতকাল কর্তৃপক্ষ চুরির বিষয়টি জানতে পারে। এ ঘটনায় নগরীর শাহ মখদুম থানায় মামলা হয়েছে।

টিটিসি কর্তৃপক্ষ জানায়, আইটি ভবনে সিসি ক্যামেরা থাকলেও এর ফুটেজ সেভ হতো না। বিষয়টি সংশ্লিষ্টরা অধ্যক্ষকে জানালেও তিনি কোনো পদক্ষেপ নেননি বলে অভিযোগ পাওয়া গেছে।

টিটিসির অধ্যক্ষ ইঞ্জিনিয়ার এস এম এমদাদুল হক দাবি করেন, সিসি ক্যামেরার ফুটেজ হার্ডডিস্কে সেভ না হওয়ার বিষয়টি তিনি জানতেন না। এ ব্যাপারে তার কোনো দায় নেই।

শাহ মখদুম থানার ওসি সাইফুল ইসলাম খান বলেন, শুধু বিক্রি করে লাভবান হওয়ার উদ্দেশ্যেই চুরি করা হয়েছে। চুরির সঙ্গে সংশ্লিষ্ট কেউ জড়িত থাকতে পারেন বলে মনে হচ্ছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর