শনিবার, ১০ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

৮৫৩ দরিদ্রের সঞ্চয় ফেরত না দেওয়ার অভিযোগ, তদন্ত কমিটি

বাগেরহাট প্রতিনিধি

শরণখোলার রায়েন্দা ইউনিয়নে ২০১৯-২০ অর্থবছরের ভিজিডি কর্মসূচির ৮৫৩ জন দরিদ্রের পাঁচ মাসের সঞ্চয় ফেরত না দেওয়ার অভিযোগ উঠেছে। কয়েকজন সুবিধাভোগীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে এ ঘটনায় ৫ এপ্রিল তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি উপজেলার চারটি ইউনিয়নে ভিজিডি কর্মসূচির ২ হাজার ৯০৫ জন উপকারভোগীর সঞ্চয় ফেরতে কোনো অনিয়ম হয়েছে কি না খতিয়ে দেখতে পৃথক চারটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  অভিযোগের বিষয়ে রায়েন্দা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন বলেন, ‘ইতিমধ্যে দুটি ওয়ার্ডের সঞ্চয়ের টাকা ফেরত দেওয়া হয়েছে। গ্রামের সহজ-সরল নারীদের কেউ ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ করিয়েছেন।’                

সর্বশেষ খবর