শনিবার, ১০ এপ্রিল, ২০২১ ০০:০০ টা
৯৯৯ নম্বরে ফোন

অপহরণের ছয় ঘণ্টা পর উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

জরুরি সেবা ৯৯৯-এ ফোন করার পর বগুড়ার শেরপুরে অপহরণের ছয় ঘণ্টার মধ্যে উদ্ধার হলো আবু জামান নামে এক ব্যক্তি। অপহরণের পর মুক্তিপণ দাবি করলে জরুরি সেবায় ফোন দেন স্বজনরা। 

জানা যায়, গতকাল ভোররাতে স্থানীয় একটি ইটভাটায় যাওয়ার পথে জামাল খন্দকারকে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে অপহৃত ব্যক্তির পরিবারের কাছে মুক্তিপণ চাওয়া হয়। ঘটনা জানাজানি হলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সব তথ্য দেন। এরপর অপহৃত ব্যক্তিকে উদ্ধারে অভিযানে নামে পুলিশ। উপজেলার ভবানীপুর ইউনিয়নের খোর্দ্দ বগুড়া গ্রাম থেকে তাঁকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে তিনজনের নামে শেরপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

সর্বশেষ খবর