রাতের আঁধারে তালাবদ্ধ ঘরে বড় স্কিনের ট্যাবলেট ফোনে (ট্যাব) বিশেষ সফটওয়্যারের মাধ্যমে চলে জুয়ার ডিল (চাল)। পাশেই জমা হচ্ছে টাকার স্তূপ। ট্যাবে সফটওয়্যারের ঘুরপাক থেমে গেলে শোনা যাচ্ছে কারও উচ্ছ্বাস, আবার কারও আর্তনাদ। প্রতি রাতে ডিজিটাল জুয়ার এমন আসর বসে নেত্রকোনার মোহনগঞ্জে। জুয়ার পাশাপাশি চলে মাদক সেবনও। ডিজিটাল এ জুয়ায় বিপথগামী হচ্ছে উঠতি বয়সের ছেলে-মেয়েরা। জুয়ার টাকা জোগাতে কেউ কেউ বেছে নিচ্ছে অপরাধের পথ। জানা যায়, মোহনগঞ্জ রেলস্টেশনের পূর্বদিকে রেললাইন ঘেঁষে গড়ে ওঠা মাছ-সবজি বাজারের এলাকা ঘিরে গড়ে উঠেছে ডিজিটাল জুয়ার আসর। এখানে রাত গভীর হলে বয়স্কদের পাশাপাশি ভিড় বাড়তে থাকেন তরুণ-তরুণীরা। এ খেলায় প্রতিদিন অনেকে নিঃস্ব হয়ে বাড়ি ফিরছেন। মোহনগঞ্জ ছাত্রলীগের কয়েকজন নেতা জানান, রেললাইন ঘেঁষে গড়ে ওঠা মাছ-সবজি মার্কেটে দিনের বেলায়ও ঘরের দরজায় তালা মেরে ভিতরে বসে জুয়ার আসর। রাতে-তো চলে ওপেনে। এখন যোগ হয়েছে আইপিএল জুয়া। ধীরে ধীরে এ জুয়া ছড়িয়ে যাচ্ছে শহরের বিভিন্ন পয়েন্টে। জুয়ার আসরে টাকা-পয়সা খুইয়ে কেউ কেউ জড়িয়ে পড়ছে নানা অপরাধে। এখনই এসব বন্ধ না করলে এলাকায় অপরাধ আরও বেড়ে যাবে বলে আশঙ্কা তাদের। সামাজিক সংগঠক রফিকুল ইসলাম জানান, শুধু রাতে নয়, দিনেও শহরের বিভিন্ন দোকানে বসে জুয়ার আসর। এমনকি চায়ের দোকানগুলোতে মোবাইল সফটওয়্যারের মাধ্যমে জুয়া খেলা হয়। পাশাপাশি আইপিএল নিয়ে-তো জুয়া আছেই। মোহনগঞ্জ থানার ওসি আবদুল আহাদ খান বলেন, তথ্য-প্রমাণের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামান বলেন, এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
- মাটিরাঙ্গায় ইমাম–ওলামাদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখা থেকে ৩ ককটেল উদ্ধার
- তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী ও কর্মশালা
- রংপুর বিভাগের ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল
- সাগরপথে মানবপাচারের প্রস্তুতিকালে আটক ৪
- হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত
- উত্তর কুয়েতে ৭,৭০০ বছরের প্রাচীন ভাটির সন্ধান
- দুই লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার
- তরুণ প্রজন্ম দেশকে উদ্যোক্তা বান্ধব রাষ্ট্রে পরিণত করবে : প্রাথমিক উপদেষ্টা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চার জনের মৃত্যু, হাসপাতালে ৯২০
- কান্নার শব্দে ধান ক্ষেত থেকে উদ্ধার হলো ২ দিনের নবজাতক