নওগাঁর আত্রাইয়ের রতন ডারা খালের ওপর দাঁড়িয়ে আছে সংযোগ সড়কবিহীন ব্রিজ। বাঁশের চাটাইয়ের ওপর দিয়ে ব্রিজে উঠতে হয় এলাকাবাসীকে। এতে প্রতিনিয়ত পোহাতে হয় দুর্ভোগ। বছরের পর বছর এমন পরিস্থিতি চলতে থাকলেও যেন দেখার কেউ নেই।জানা যায়, আত্রাই উপজেলার তারাটিয়া ছোটডাঙ্গা বাজার সংলগ্ন রতন ডারা খালের ওপর চার বছর আগে নির্মাণ করা হয় একটি ব্রিজ। নির্মাণের কয়েক বছর পেরিয়ে গেলেও সংযোগ সড়ক করা হয়নি। স্থানীয়রা সংযোগ সড়ক হিসেবে বাঁশের চাটাই বানিয়ে এর ওপর দিয়ে পারাপার হন। ফলে ভোগান্তির শিকার হচ্ছেন উচলী কাশিমপুর, পার-কৃষ্টপুর, ঝনঝনিয়া, কালিগ্রাম, সুবর্ণকুন্ড, তারটিয়া, মির্জাপুর, মাগুড়াপাড়া, হাতিয়াপাড়া, চাপড়া, তারাটিয়া, ছোটডাঙ্গা, বড়ডাঙ্গা, কয়সাসহ বিভিন্ন গ্রামের মানুষ। স্থানীয় ব্যবসায়ী বেলাল হোসেন বলেন, ব্রিজটির সংযোগ সড়ক না থাকায় পারাপারে দুর্ভোগের শেষ নেই। বিশেষ করে বাইসাইকেল, মোটরসাইকেল ও মাল বোঝাই ভ্যান গাড়ি ঠেলা দিয়ে পার করতে হয়। সংযোগ সড়কবিহীন সরু এই ব্রিজটি পারাপারে অনেক সময় ঘটে দুর্ঘটনা। ভবানীপুর জিএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান বলেন, ব্রিজটি খুবই জনগুরুত্বপূর্ণ। সংযোগ সড়ক না থাকায় জনসাধারণের চলাচল করা খুবই কষ্টসাধ্য। দ্রুত সংযোগ সড়ক নির্মাণ প্রয়োজন। স্থানীয় সাহাগোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, বিষয়টি ঊর্ধ্বতন মহলকে জানানো হয়েছে। কর্তৃপক্ষ জনগণের দুর্ভোগের কথা বিবেচনা করে দ্রুত বিষয়টি সমাধান করবেন এমনই প্রত্যাশা করেন তিনি। নওগাঁ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাকসুদুল আলম বলেন, জনগুরুত্বপূর্ণ ব্রিজটির উভয় পাশে সংযোগ রাস্তার জন্য আবেদন ওপর মহলে পাঠিয়েছি। অনুমোদন ও অর্থ বরাদ্দ এলেই কাজ শুরু করা হবে।
শিরোনাম
- খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ একজন আটক
- তিন ট্রিলিয়ন ডলারের ক্লাবে অ্যালফাবেট
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ সেপ্টেম্বর)
- লড়াই করলো হংকং, কষ্টার্জিত জয় পেল শ্রীলঙ্কা
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার