নওগাঁর আত্রাইয়ের রতন ডারা খালের ওপর দাঁড়িয়ে আছে সংযোগ সড়কবিহীন ব্রিজ। বাঁশের চাটাইয়ের ওপর দিয়ে ব্রিজে উঠতে হয় এলাকাবাসীকে। এতে প্রতিনিয়ত পোহাতে হয় দুর্ভোগ। বছরের পর বছর এমন পরিস্থিতি চলতে থাকলেও যেন দেখার কেউ নেই।জানা যায়, আত্রাই উপজেলার তারাটিয়া ছোটডাঙ্গা বাজার সংলগ্ন রতন ডারা খালের ওপর চার বছর আগে নির্মাণ করা হয় একটি ব্রিজ। নির্মাণের কয়েক বছর পেরিয়ে গেলেও সংযোগ সড়ক করা হয়নি। স্থানীয়রা সংযোগ সড়ক হিসেবে বাঁশের চাটাই বানিয়ে এর ওপর দিয়ে পারাপার হন। ফলে ভোগান্তির শিকার হচ্ছেন উচলী কাশিমপুর, পার-কৃষ্টপুর, ঝনঝনিয়া, কালিগ্রাম, সুবর্ণকুন্ড, তারটিয়া, মির্জাপুর, মাগুড়াপাড়া, হাতিয়াপাড়া, চাপড়া, তারাটিয়া, ছোটডাঙ্গা, বড়ডাঙ্গা, কয়সাসহ বিভিন্ন গ্রামের মানুষ। স্থানীয় ব্যবসায়ী বেলাল হোসেন বলেন, ব্রিজটির সংযোগ সড়ক না থাকায় পারাপারে দুর্ভোগের শেষ নেই। বিশেষ করে বাইসাইকেল, মোটরসাইকেল ও মাল বোঝাই ভ্যান গাড়ি ঠেলা দিয়ে পার করতে হয়। সংযোগ সড়কবিহীন সরু এই ব্রিজটি পারাপারে অনেক সময় ঘটে দুর্ঘটনা। ভবানীপুর জিএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান বলেন, ব্রিজটি খুবই জনগুরুত্বপূর্ণ। সংযোগ সড়ক না থাকায় জনসাধারণের চলাচল করা খুবই কষ্টসাধ্য। দ্রুত সংযোগ সড়ক নির্মাণ প্রয়োজন। স্থানীয় সাহাগোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, বিষয়টি ঊর্ধ্বতন মহলকে জানানো হয়েছে। কর্তৃপক্ষ জনগণের দুর্ভোগের কথা বিবেচনা করে দ্রুত বিষয়টি সমাধান করবেন এমনই প্রত্যাশা করেন তিনি। নওগাঁ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাকসুদুল আলম বলেন, জনগুরুত্বপূর্ণ ব্রিজটির উভয় পাশে সংযোগ রাস্তার জন্য আবেদন ওপর মহলে পাঠিয়েছি। অনুমোদন ও অর্থ বরাদ্দ এলেই কাজ শুরু করা হবে।
শিরোনাম
- ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
- ‘দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প, শক্তি হিরোশিমা বোমার সমান’
- ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে
- মাছের বাজার চড়া, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- শীতেও বেড়েছে সবজির দাম, যা বলছেন বিক্রেতারা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান