গাইবান্ধার সাঘাটা উপজেলার সরদারপাড়া গ্রামে গতকাল জমি নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের মারপিটে হাজেরা বেগম নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। নিহত হাজেরা বেগম শুকুর আলীর স্ত্রী। স্থানীয়রা জানান, ওই গ্রামের শুকুর আলীর সঙ্গে দীর্ঘদিন ধরে যাতায়াতের রাস্তায় বেড়া সরানো নিয়ে আবদুল লতিফ ও তার লোকজনের দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে গতকাল উভয়ের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এ সময় লতিফের লোকজন হাজেরা বেগমের বুকে কিল ঘুষি মেরে আহত করে। এতে হাজেরা বেগমের মৃত্যু হয়।
সাঘাটা থানা অফিসার ইনচার্জ বেলাল হোসেন জানান, হাজেরা বেগমের বুকে আঘাতের চিহ্ন আছে। লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে।
 
                         
                                     
                                                             
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        