পটুয়াখালীর মির্জাগঞ্জে এক পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি হয়েছে। এ ঘটনায় লুটকৃত মালামালসহ ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের মজিদবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা হলো- মির্জাগঞ্জের দেউলী গ্রামের তুহিন আলম ও দক্ষিণ মজিদবাড়িয়া গ্রামের কামাল খান। পুলিশ ও স্থানীয়রা জানায়, মজিদবাড়িয়া গ্রামের পুলিশের উপ-পরিদর্শক বাবুল হাওলাদার (কাজিরহাট থানায় কর্মরত) এর বাড়ির জানালার গ্রিল কেটে ৭/৮ জনের একদল ডাকাত প্রবেশ করে। পরে ডাকাতরা পরে মালামাল নিয়ে পালানোর সময় টহল পুলিশের সদস্যরা দুজনকে গ্রেফতার করে। মির্জাগঞ্জ থানার ওসি মহিবুল্লাহ জানান, ডাকাতি ও অস্ত্র উদ্ধারের ঘটনায় মির্জাগঞ্জ থানায় দুটি মামলা হয়েছে। গ্রেফতারদের কাছ থেকে রামদা, ছ্যানা, ছুরি, চাপাতিসহ লুটকৃত মালামাল উদ্ধার করা হয়েছে।