গাজীপুরের টঙ্গী বিসিক তাজ ওয়াশিং কারখানায় বেতন-ভাতা না দিয়ে কর্তৃপক্ষ কারখানা বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শ্রমিকরা গতকাল টঙ্গী পূর্ব থানা কার্যালয়ে গিয়ে অবস্থান নেন। মিলন, আসাদসহ কয়েকজন শ্রমিক জানান, কারখানা কর্তৃপক্ষ মার্চের বকেয়া ও চলতি মাসের বেতন এবং ঈদ বোনাস না দিয়ে হঠাৎ কারখানা বন্ধ করে দেন।
এ ঘটনায় শ্রমিকরা দফায় দফায় বিক্ষোভ করেন। একপর্যায়ে থানা কার্যালয়ে অবস্থান নেন। পরে থানার পরিদর্শক দেলোয়ার হোসেন মালিকপক্ষকে ডেকে বৈঠকে বসেন। কারখানা মালিক তাজ বলেন, ‘বেতন-ভাতা নিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে।’