বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

বোরোর বাম্পার ফলন ভালো দামে খুশি কৃষক

জয়পুরহাট প্রতিনিধি

বোরোর বাম্পার ফলন ভালো দামে খুশি কৃষক

আগাম জাতের বোরো ধান কাটতে শুরু করেছেন জয়পুরহাটের বোরো চাষিরা। বাজারে নতুন বোরো ধান উঠতে শুরু করেছে। ধানের ভালো দাম পেয়ে কৃষকরা খুশি। চলতি মৌসুমে ধানের ফলনও বেশ ভালো। প্রাকৃতিক কোনো দুর্যোগের মুখোমুখি না হলে এবার ধান বিক্রি করে লাভবান হবেন এমনটি আশা করছেন বোরো চাষিরা। নতুন ধান বাজারে ৯৫০ টাকা থেকে ধানের প্রকার ভেদে ১ হাজার টাকা মণ (৪০ কেজি) দরে বিক্রি করছেন কৃষকরা। তবে ব্যাপক হারে কাটা মাড়াই শুরু হলে হাটবাজারে ধানের আমদানি বেশি হলে স্থানীয় ব্যবসায়ীরা কম দামে ধান কেনার সুযোগ নিতে পারে এমন  আশঙ্কা কৃষকের। জয়পুরহাটের বিভিন্ন এলাকার কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কিছু কিছু মাঠে আগাম জাতের বি আর ২৮, জিরাশাল, শুভ লতা এবং কাজল লতা ধান পেকেছে। ওই সব ধান কাটা মাড়াই শুরু হয়েছে। বাজারেও ধানের প্রকার ভেদে ৯৫০ টাকা থেকে ১ হাজার টাকা মণ দরে বেচাকেনা হচ্ছে। সদর উপজেলার লেঙ্গাপীর গ্রামের প্রান্তিক কৃষক শহিদুল ইসলাম জানান, তিনি তার এক বিঘা জমিতে (৩৩ শতক) জিরাশাল ধান আবাদ করে ছিলেন। ধান কেটে চাল করার জন্য কিছু ধান রেখে বাকি ধান বাজারে ৯৭০ টাকা মণ দরে বিক্রি করেছেন। এবার ফলন ভালো। এক বিঘা জমিতে ২২ মণ ধান হয়েছে।

সর্বশেষ খবর