বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

অপহৃত শিশু উদ্ধার গ্রেফতার ১

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে মুক্তিপণের দাবিতে সাড়ে তিন বছরের এক শিশুকে অপহরণ করেছে প্রতিবেশী ভাড়াটিয়া। মঙ্গলবার দুপুরে গাজীপুর মহানগরীর তেলীপাড়া এলাকায় আ. খালেকের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। পরে পুলিশ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যে গতকাল দুপুরে অপহৃত শিশু উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত যুবকের নাম মো. সিরাজ। সে ময়মনসিংহের গৌরীপুর থানার মানিকদির পশ্চিমপাড়া এলাকার মো. বাবুলের ছেলে এবং গাজীপুর মহানগরীর ইটহাটা এলাকার আসাদের বাড়ির ভাড়াটিয়া। অপর আসামি মো. রহমত উল্লাহ পলাতক রয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার ওসি কামরুল ফারুক জানান, গাজীপুর সিটি করপোরেশনের তেলীপাড়া এলাকার আ. খালেকের বাড়িতে স্বামী-সন্তান নিয়ে ভাড়া থেকে পোশাক কারখানায় চাকরি করেন ঝুমুর বিশ্বাস। একই বাড়িতে পাশের রুমে ভাড়া থাকেন কুমিল্লা জেলার মুরাদনগর থানার শুশুন্ডাপুর এলাকার মিজানুর রহমানের ছেলে মো. রহমত উল্লাহ। একই বাড়িতে ভাড়া থাকার সুবাদে ঝুমুর বিশ্বাসের পরিবারের সঙ্গে রহমত উল্লাহর পরিচয় হয়। ঝুমুর বিশ্বাসের সাড়ে তিন বছরের মেয়েকে কোলে নিয়ে প্রায় সময়ই আদর করত রহমত উল্লাহ। মঙ্গলবার বেলা ১১টার দিকে অপর সহযোগী সিরাজকে সঙ্গে নিয়ে রহমত উল্লাহ শিশুটিকে কোলে নিয়ে দোকানে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়।

দীর্ঘ সময়ও রহমত উল্লাহ শিশুটিকে নিয়ে বাসায় না ফেরায় বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করতে থাকেন ঝুমুর বিশ্বাস ও বাড়ির অন্য ভাড়াটেগণ। এক পর্যায়ে ওই দিন দুপুর দেড়টার দিকে ঝুমুর বিশ্বাসের স্বামী লিটন বিশ্বাসের মোবাইল ফোনে কল করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। অন্যথায় শিশুটিকে হত্যার হুমকি দেওয়া হয়। পরে অপহরণকারীদের দেওয়া মোবাইলে ৫ হাজার টাকা পাঠানো হয়। অপহরণকারীরা আরও টাকার জন্য চাপ দেয়। মঙ্গলবার বিকালে ঝুমুর বিশ্বাস বিষয়টি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানায় একটি অভিযোগ দিলে পুলিশ শিশুটিকে উদ্ধারে অভিযান চালায়। পরে প্রযুক্তির সহায়তায় বাসন থানার পুলিশ বুধবার দুপুরে অপহরণ চক্রের মূলহোতা সিরাজকে গাজীপুর সিটি করপোরেশনের ইটাহাটা থেকে গ্রেফতার এবং শিশুটিকে উদ্ধার করেন। অপর আসামি মো. রহমত উল্লাহ (২৬) পলাতক রয়েছে।

সর্বশেষ খবর