শনিবার, ১ মে, ২০২১ ০০:০০ টা

সড়কে শিশুসহ প্রাণ গেল ১০ জনের

প্রতিদিন ডেস্ক

সড়কে শিশুসহ প্রাণ গেল ১০ জনের

সড়ক দুর্ঘটনায় গতকাল রংপুর, সিলেট, চট্টগ্রাম, ফরিদপুর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া ও নীলফামারীতে শিশুসহ ১০ জনের মৃত্যু হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর- রংপুর : ভোরে রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর উপজেলা সদরে টিএন্ডটি কার্যালয়ের সামনে পিঁয়াজ বোঝাই ট্রাক উল্টে তিন শ্রমিক নিহত ও ৯ জন আহত হয়েছেন। হতাহতরা দুর্ঘটনাকবলিত ট্রাকের যাত্রী ছিলেন। নিহতরা হলেন- লালমনিরহাট সদর উপজেলার শহিদুল ইসলাম (৩৮), তার ভাই রফিকুল ইসলাম (৩০) এবং শফিকুল ইসলাম (৩৫)। আহতদের রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। সিলেট : ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষে চালক ও হেলপার নিহত হয়েছেন। সকালে উপজেলার দয়ামীর ইউনিয়নের চক আতাউল্লাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। চট্টগ্রাম : ভোরে মহানগরের কাপ্তাই সড়কে বাসচাপায় জিহাতুর ইসলাম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শিশুটির দাদি লায়লা বেগম। ফরিদপুর : সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের ঈশান গোপালপুর-ধুলদী সড়কের ধুলদীতে সকালে ইজিবাইকচাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত আপন (৭) একই এলাকার প্রসেনজিৎ পালের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ : গোমস্তাপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একজন মারা গেছেন। আহত হয়েছেন একজন। বিকালে উপজেলার দোষিমণি কাঁঠাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ম"ত আফসার আলী (৬৮) নওগাঁর নিয়ামতপুরের মাকলাহাট এলাকার বাসিন্দা। বগুড়া : শেরপুর উপজেলায় ট্রাকচাপায় সোহরাব (৪৫) নামে অটোভ্যানের এক চালক মারা গেছেন। সকালে ঢাকা-বগুড়া মহাসড়কের ভবানীপুর ইউনিয়নের ঘোগা বটতলায় এ দুর্ঘটনা ঘটে। সোহরাব উপজেলার দুবলাগাড়ী চকপোতা গ্রামের মৃত শামসুল প্রামাণিকের ছেলে। নীলফামারী : দুপুরে পার্বতীপুর-দিনাজপুর আঞ্চলিক সড়কের যশাই মোড় এলাকায় ট্রাকচাপায় ব্যাটারিচালিত ভ্যানচালক হারেজ উদ্দীন (৬৫) মারা গেছেন। তিনি পার্বতীপুরের মোমিনপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বাসিন্দা।

সর্বশেষ খবর