রবিবার, ৯ মে, ২০২১ ০০:০০ টা

স্বাস্থ্যবিধি লঙ্ঘনে জরিমানা

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ভাঙ্গায় স্বাস্থ্যবিধি লঙ্ঘন করায় ২২ ব্যক্তি ও পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে ৪৩ হাজার ৩০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সকাল থেকে দুপুর আড়াইটা পর্যন্ত উপজেলা সদরের বাজার এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও আজিমউদ্দিন। আদালত সূত্রে জানা যায়, অভিযানকালে প্রতিষ্ঠানগুলোকে পৃথক পৃথক জরিমানা করা হয়।

হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বনিম্ন জরিমানা করা হয়েছে ২০০ টাকা। বেশি জরিমানা করা হয়েছে নজরুল মুন্সী নামে এক গার্মেন্ট পোশাক বিক্রেতাকে। উপচে পড়া ভিড়, মাক্স না পরাসহ স্বাস্থ্যবিধির বালাই না থাকায় ওই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউএনও কার্যালয়ের সিএ (গোপনীয় সহকারী) পলাশ চন্দ্র বিশ্বাস জানান, ১৮৬০ সালের দ বিধির ২৭৯ ধারায় সরকারি নির্দেশনা অগ্রাহ্য করে স্বাস্থ্যবিধি না মানায় এ জরিমানা আদায় করা হয়।

সর্বশেষ খবর