শিরোনাম
মঙ্গলবার, ১১ মে, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

মাটি কাটতে গিয়ে মানুষের কঙ্কাল উদ্ধার

ফরিদপুরের সালথায় পুকুরে মাটি কাটতে গিয়ে মানুষের কঙ্কাল পেয়েছে শ্রমিকরা। প্রায় ১৫ ফুট মাটির নিচে মানুষের মাথার খুলি ও হাত-পায়ের অংশের হাড়গোড় পাওয়া যায়। তবে পুলিশ ও স্থানীয়দের ধারণা এই পুকুরে হয় অনেক পুরনো কবরস্থান ছিল না হয় ৭১ সালের গণকবর ছিল। গতকাল উপজেলার আটঘর ইউনিয়নের বোয়ালিয়া এলাকার হোসেন শিকদারের পুকুর খননের সময় কঙ্কালটির সন্ধান পাওয়া যায়। স্থানীয় ইউপি সদস্য মোকাদ্দেস হোসেন বলেন, বোয়ালিয়া এলাকার হোসেন শিকদারের পুকুরে মাটি কাটছিল ৭-৮ জন শ্রমিক। পুকুরের ভিতর মাটি কেটে প্রায় ১৫ ফুট গভীরে যাওয়ার পর কোদালের সঙ্গে মানুষের মাথার খুলি উঠে আসে।    -ফরিদপুর প্রতিনিধি

 

দ্বিগুবাবুর বাজারে আগুনে পুড়ল ১০ দোকান

নারায়ণগঞ্জ শহরের দ্বিগুবাবুর বাজারে অগ্নিকান্ডে  অন্তত ১০টি দোকান পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। দমকল বাহিনীর ধারণা, একটি দোকানে ওয়েল্ডিং করার সময় স্ফুলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। গতকাল দুপুরে শহরের মীরজুমলা সড়কের সিটি করপোরেশনের ৭ নম্বর মার্কেটে (পুরাতন মুরগিপট্টি) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জেলা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, তদন্তসাপেক্ষে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।         -নারায়ণগঞ্জ প্রতিনিধি

 

আম পাড়া নিয়ে চাচা-চাচিকে কুপিয়েছে ভাতিজা

দেবিদ্বারে আম পাড়াকে কেন্দ্র করে চাচা-চাচিকে প্রকাশ্যে দা’ দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে ভাতিজাদের বিরুদ্ধে। ওই দম্পতিকে কোপানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। পরে পুলিশ কামরুল হাসান (৩০) নামে এক যুবককে গ্রেফতার করে। গতকাল অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারগারে প্রেরণ করা হয়েছে। দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়নের কটকসার গ্রামের হাবিবুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত হাবিবুর রহমান (৭০) ও তার স্ত্রী আসমাকে (৬০) কুমিল্লা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

দেবিদ্বার থানার ওসি আরিফুর রহমান বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে কয়েকজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে। এ ঘটনায় রবিবার রাতে  মামলা হয়েছে। -কুমিল্লা প্রতিনিধি

 

কম্বাইন হারভেস্টারে ধান কাটা উদ্বোধন

গাজীপুরের কালীগঞ্জে কম্বাইন হারভেস্টারের মাধ্যমে ধান কাটার উদ্বোধন করেন জেলা প্রশাসক। গতকাল দুপুরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কালীগঞ্জ পৌরসভার দুর্বাটি এলাকায় এ ধান কাটার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম। উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালাক মাহবুব আলম, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবলী সাদিক, ড. মো. আবদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাসলিম প্রমুখ।         -গাজীপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর