বুধবার, ১৯ মে, ২০২১ ০০:০০ টা

জুয়ায় সর্বনাশ যুবসমাজের

মৌলভীবাজার প্রতিনিধি

জুয়ায় সর্বনাশ যুবসমাজের

প্রায় ৪০০ বছরের পুরাতন মৌলভীবাজারের রাজনগর উপজেলার কমলারানীর দিঘি। প্রতি বছর এ দিঘি দেখতে বিভিন্ন অঞ্চল থেকে দর্শনার্থীর সমাগম ঘটে এখানে। সুষ্ঠু রক্ষণাবেক্ষণের অভাবে দিঘির পার্শ্ববর্তী বট গাছের নিচে প্রতিনিয়ত বসছে জুয়া-মাদকের আসর। জেলার বিভিন্ন প্রান্ত থেকে জুয়াড়িরা এসে আসরে যুক্ত হচ্ছেন। জুয়া ও মাদকের সঙ্গে জড়িয়ে বিপদগামী হচ্ছে যুব সমাজ। এলাকায় বেড়েছে অপরাধ, চুরি ও ছিনতাই। সরেজমিনে দেখা যায়, ঈদের আনন্দ উপভোগ করতে কমলারানীর দিঘির চারপাশে পর্যটকের ভিড়। দিঘির ঘাটে বসে নানা ভঙ্গিতে ছবি তুলছেন তারা। দিঘির পিছনের বট গাছের নিচে একদল যুবক প্রকাশ্যে জুয়া খেলছেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিন কমলারানীর দিঘিকে কেন্দ্র করে বসে জুয়া ও মাদকের আসর। জুয়া খেলায় কেউ বাধা দিলে তাকে হয়রানির শিকার হতে হয়। অবৈধ এ কর্মকাণ্ডের সঙ্গে স্থানীয় একটি সিন্ডিকেট জড়িত। পর্যটক ও স্থানীয়দের মতে, এই স্থানটি সংস্কার করে সংরক্ষণ করলে অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে স্বীকৃতি লাভ করবে। এমনকি জেলার উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয় ইউপি সদস্য শাকিল মিয়া বলেন, কমলারানীর দিঘি ও তৈমুছ শাহর মাজারের উত্তর পাশে জুয়া ও মাদকের আসর বসানো হয়। উপজেলা প্রশাসন ও থানায় বারবার বিষয়টি জানানো হয়েছে। কিন্তু পুলিশ আসার আগেই জুয়াড়িরা পালিয়ে যায়। তিনি আরও বলেন, জুয়া খেলার একপর্যায়ে এরা মদ ও ইয়াবা সেবন করে। রাজনগরের ইউএনও প্রিয়াংকা পাল জানান, খুব শিগগিরই জুয়াড়ি ও মাদকসেবীদের বিরুদ্ধে অভিযান চালানো হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর