শুক্রবার, ২৮ মে, ২০২১ ০০:০০ টা

রূপগঞ্জে তিতাস গ্যাস অফিস ঘেরাও করে কর্মকর্তাদের হুমকি

রূপগঞ্জ প্রতিনিধি

বকেয়া বিল পরিশোধ না করা ও অবৈধ সংযোগ নিয়ে গ্যাস ব্যবহার করায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের মদনপুর ও দেওয়ানবাগ এলাকায় সঞ্চালন বন্ধ করে দিয়েছে তিতাস কর্তৃপক্ষ। সঞ্চালন বন্ধ করার প্রতিবাদে তিতাস গ্যাস অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছেন অবৈধ গ্রাহকরা। এ সময় তারা বিল পরিশোধ না করে উল্টো কর্মকর্তাদের হুমকি দিয়ে ও গালাগাল দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। এক পর্যায় অফিসে ঢুকে কিছু লোক ভাঙচুরের চেষ্টা চালায়। তিতাস কর্তৃপক্ষ র‌্যাব ও পুলিশের সহায়তায় তাদের সরিয়ে দেয়। রূপগঞ্জ উপজেলার যাত্রামুড়া এলাকায় তিতাস গ্যাসের সোনারগাঁ শাখার সামনে গতকাল এ ঘটনা ঘটে। তিতাস গ্যাসের জোনাল ও বিপণন অফিস সোনারগাঁ শাখার ম্যানেজার মেজবাউর রহমান বলেন, মদনপুর ও দেওয়ানবাগ এলাকায় ৪০০-৫০০ বৈধ গ্রাহক থাকলে এখানে অবৈধ গ্রাহক রয়েছেন পাঁচ হাজার। অবৈধভাবে সংযোগ নিয়ে দীর্ঘদিন তারা গ্যাস ব্যবহার করে আসছেন। যারা বৈধ গ্রাহক             তারাও গত দুই থেকে তিন বছর বিল দিচ্ছেন না। গ্যাস বিল পরিশোধের জন্য বলা হলে বেশির ভাগ গ্রাহকই টালবাহানা করছেন।

সর্বশেষ খবর