রবিবার, ৩০ মে, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

লাশ উদ্ধারের ৩৯ দিন পর পাওয়া গেল হাত পা মাথা

গাজীপুরের কাশিমপুরে ময়লার স্তূপ থেকে গতকাল এক যুবকের দেহ থেকে বিচ্ছিন্ন দুই হাত, পা ও মাথা উদ্ধার করেছে পুলিশ। এর ৩৯ দিন আগে সেপটিক ট্যাঙ্ক থেকে মাথা ও হাত-পা বিহীন ওই যুবকের দেহ উদ্ধার করা হয়েছিল। এ ঘটনায় জড়িত অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। নিহতের নাম সুমন (৩২)। তিনি গোপালগঞ্জের টুঙ্গীপাড়ার জাফর উল্লাহর ছেলে। আটকরা হলো- আরিফা ও তন্ময়। পুলিশ জানায়, গত ২১ এপ্রিল গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন হাজী মার্কেট পুকুর পাড় এলাকার খোলা সেপটিক ট্যাঙ্ক থেকে মাথা ও হাত-পা বিহীন অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। পরে লাশটি সুমনের বলে শনাক্ত করেন স্বজনরা। এ ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এদের মধ্যে আরিফা ও তন্ময়ের দেওয়া তথ্যের ভিত্তিতে বিচ্ছিন্ন মাথা, দুই হাত ও দুই পা উদ্ধার করে।    -গাজীপুর প্রতিনিধি

 

ধর্ষণের বিচার চাওয়ায় মারধর

মাদারীপুরের শিবচরে নমম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মোস্তাফিজুর রহমান নাসির নামে সাবেক এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। এই ঘটনার বিচার চাওয়ায় অভিযুক্তর হাতে মারধরের শিকার হয়েছেন নির্যাতিতার বাবা। ভুক্তভোগী ছাত্রী ও তার স্বজনরা জানান, শিবচর উপজেলার বাঁশকান্দি ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচারণায় নামেন মোস্তাফিজুর রহমান নাসির। দেড় মাস আগে ওই শিক্ষার্থীর বাড়িতে গেলে নাসিরের সঙ্গে তার পরিচয় হয়। এক পর্যায়ে নাসির তাকে প্রেমের ফাঁদে ফেলে। গত ২১ মে সকালে বিয়ের আশ্বাস দিয়ে নাসির মেয়েটিকে তার এক বন্ধুর বাড়ি নিয়ে ধর্ষণ করে। পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে অসুস্থ অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এক সপ্তাহের বেশি সময় ধরে মাদবরদের কাছে অভিযোগ দিয়ে বিচার পায়নি নির্যাতিতার পরিবার। বাধ্য হয়ে ভুক্তভোগী পরিবার দ্বারস্থ হয় আদালতের। এতে ক্ষুব্ধ হয় অভিযুক্ত নাসির। সমাধানের কথা বলে ছাত্রীর বাবাকে গতকাল সকালে মাদারীপুর শহরের একটি আবাসিক হোটেলে ডেকে মারধর করে সে।           -মাদারীপুর প্রতিনিধি

 

কাফনের কাপড় পরে মিছিল

নারায়ণগঞ্জে কুমুদিনি ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল লিমিটেডের জুট প্রেসে কর্মরত শ্রমিকদের উচ্ছেদের আগে পুনর্বাসনের দাবিতে কাফনের কাপড় পরে মিছিল করেছেন শ্রমিকরা। নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন শেষে গতকাল বঙ্গবন্ধু সড়কে সমাবেশ শেষে মিছিল করেন তারা। কুমুদিনির জুট প্রেসে কর্মরত তিন শতাধিক নারী-পুরুষ এ কর্মসূচিতে অংশ নেন। বক্তব্য রাখেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, রাজু আহমেদ, শহিদুল ইসলাম সবুজ প্রমুখ। শ্রমিক নেতারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কাফনের কাপড় পরে থাকবেন। -নারায়ণগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর