ভারি বৃষ্টি ও উজানের ঢলে রংপুর অঞ্চলে তিস্তা, যমুনেশ্বরী ও ধরলার পানি বেড়েছে। বন্যা পূর্বাভাস ও বন্যা সতর্কীকরণ কেন্দ্র এবং পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, গতকাল তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত ছিল। এক দিনের ব্যবধানে দশমিক ২০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। গতকাল সকালে তিস্তার ডালিয়া পয়েন্টে পানির প্রবাহ ছিল ৫২ দশমিক ৫০ সেন্টিমিটার। এ পয়েন্টে বিপৎসীমা ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার। শুক্রবার সকাল ৬টায় ডালিয়া পয়েন্টে পানির প্রবাহ ছিল ৫২ দশমিক ৩০ সেন্টিমিটার। বৃহস্পতিবার ৫১ দশমিক ৪৫ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হয়। তিন দিনে ১ সেন্টিমিটারের বেশি পানি বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে তিস্তার কাউনিয়া পয়েন্টেও পানি বেড়েছে। গতকাল সকাল ৬টায় এ পয়েন্টে পানি ছিল ২৮ দশমিক ৫ সেন্টিমিটার। শুক্রবার সকালে পানি প্রবাহিত হয় ২৭ দশমিক ৪৭ সেন্টিমিটারে। এ পয়েন্টে ডেঞ্জার লেভেল ধরা হয় ২৯ দশমিক ২০ সেন্টিমিটার। অন্যদিকে বদরগঞ্জে যমুনেশ্বরী নদীর পানি বৃদ্ধি পেয়ে ২৮ দশমিক ২৫ সেন্টিমিটারে প্রবাহিত হয়েছে। এর আগের দিন শুক্রবার পানি ছিল ২৮ দশমিক ৩ সেন্টিমিটার। এ পয়েন্টে বিপৎসীমা ধরা হয় ৩২ দশমিক ১৫ সেন্টিমিটার। অন্যদিকে কুড়িগ্রামের ধরলা নদীর পানিও কিছুটা বৃদ্ধি পেয়েছে। ধরলায় ২২ দশমিক ৯৩ সেন্টিমিটারে পানি প্রবাহিত হয়েছে। তবে চিলমারীতে ব্রহ্মপুত্রের পানি কিছুটা কমেছে। এ পয়েন্টে গতকাল সকালে পানি প্রবাহিত হয়েছে ২০ দশমিক ৯৮ সেন্টিমিটার। আগের দিন ছিল ২১ সেন্টিমিটার। এদিকে লালমনিরহাটে তিস্তা ব্যারাজ পয়েন্টে বিপৎসীমা ছুঁইছুঁই করছে পানি। বন্যার পদধ্বনি দেখা দেওয়ায় তিস্তা চরের মানুষ আতঙ্কিত। চরের কয়েক শ একর জমির পাট, বাদাম, মরিচ, তিল, ধানের বীজততলা তলিয়ে গেছে। কিছু ঘরবাড়িও প্লাবিত হয়েছে। ব্যারাজের ৪৪টি গেট খুলে দেওয়া হয়েছে। দুই দিন ধরে লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম, হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী, সানিয়াজান, সিঙ্গীমারী, সিন্দুর্না, পাটিকাপাড়া, ডাউয়াবাড়ী জলাবদ্ধ। তিস্তা চরের কৃষক আনোয়ার হোসেন বলেন, ‘পানিতে বীজতলা নষ্ট হয়ে গেছে। বর্ষা মৌসুমে ধান রোপণ নিয়ে দুশ্চিন্তায় আছি।’
শিরোনাম
- জয়ের পরই বাবার মৃত্যুর খবর পেলেন লঙ্কান ক্রিকেটার
- বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
বেড়েছে নদ-নদীর পানি উত্তরে বন্যার শঙ্কা
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর