মুহুরী, কহুয়া ও সিলোনীয়া নদীতে টেকসই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের দাবিতে ফেনীর পরশুরামে ৫৫টি স্বেচ্ছাসেবী সংগঠন যৌথ মানববন্ধন করেছে। বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে তত্ত্বাবধানে এ বাঁধ নির্মাণসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চলমান বন্যায় ক্ষতিগ্রস্তরা।
উপজেলা পরিষদ গেটের সামনে পরশুরাম সম্মিলিত স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে গতকাল মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
পাঁচ দফার মধ্যে রয়েছে- ফেনী জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলীকে অপসারণ ও শাস্তি প্রদান, স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প একনেকে পাস করে বাস্তবায়নে সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া, প্রতি মাসে ফেনী পাউবো গণশুনানির মাধ্যমে জনগণকে বাঁধ নির্মাণ ও সংরক্ষণের তথ্য জানানো, বন্যার জন্য দায়ী বাঁধ নির্মাণের ঠিকাদারসহ সংশ্লিষ্টদের শাস্তির আওতায় আনা এবং নতুন টেকসই বাঁধ নির্মাণের পাশাপাশি তা সংরক্ষণের কার্যকর পদক্ষেপ নেওয়া। উল্লেখ্য, অতি সম্প্রতি মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর ভাঙনে পরশুরাম ও ফুলগাজী উপজেলায় ৩১টি স্থানে বাঁধ ধসে গেছে।
বন্যার পানিতে প্লাবিত হয়েছে ৩০টির বেশি গ্রাম। লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। ২৪ সালের ভয়াবহ বন্যার ক্ষতি কাটিয়ে না উঠতেই বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠেছেন ফেনীর মানুষ।