সোমবার, ৩১ মে, ২০২১ ০০:০০ টা

প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছেন ৩০০ গৃহহীন

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী জেলার জলঢাকায় মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ভূমি ও গৃহহীন ৩০০ পরিবারের জন্য ঘর তৈরির কাজ শেষ পর্যায়ে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এসব ভূমি ও ঘর উপকারভোগীদের বুঝিয়ে দেওয়ার কার্যক্রম এরই মধ্যেই শুরু হবে। প্রথম পর্যায়ে জলঢাকা উপজেলায় ১৪১টি ঘর পেয়েছেন গৃহহীন মানুষ। এবার ২য় ধাপে এসব ঘর পাচ্ছেন উপজেলার কৈমারী ইউনিয়নের বালাপাড়ায় একশ পাতাইবাড়ী ডাঙ্গায় ১৩০ ও শিমুলবাড়ী ইউনিয়নের বান্নিরডাঙ্গায় ৭০টি পরিবার। এছাড়া অপেক্ষার প্রহর গুনছে প্রধানমন্ত্রী উপহার পাওয়া গৃহহীন ও ভূমিহীন পরিবারগুলো। আশ্রয়ণের অধিকার-শেখ হাসিনার উপহার এই সেøাগান নিয়ে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।

 উপজেলার কৈমারী ইউনিয়নের বালাপাড়ায় ১০০ মিরগঞ্জ ইউনিয়নের পাতাইবাড়ী ডাঙ্গায় ১৩০ ও শিমুলবাড়ী ইউনিয়নের বান্নিরডাঙ্গায় ৭০টি মোট ৩০০টি ঘর নির্মাণ করা হচ্ছে। খুব অল্প সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন। জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহাবুব হাসান জানান, আমরা সরকারের খাস জমিতে ভূমি ও গৃহহীন হতদরিদ্রদের ৩০০টি ঘর নির্মাণ করছি। প্রতিটি ঘরের ব্যয়ের সঙ্গে কাজের মান যেন ঠিক থাকে সেজন্য সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। তিনি আরও বলেন, ঘর দেওয়ার জন্য উপকারভোগী নির্বাচনের ক্ষেত্রেও আমরা সঠিকভাবে যাচাই-বাছাই করেছি। যারা প্রকৃত ভূমিহীন তারাই এই সুবিধার আওতায় এসেছেন। খুব শিগগিরই তাদের মধ্যেই ঘরের দলিল ও চাবি হস্তান্তর করা হবে।

সর্বশেষ খবর