বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১ ০০:০০ টা

মামুনুলকে জিজ্ঞাসাবাদ করছে পিবিআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি

মামুনুলকে জিজ্ঞাসাবাদ করছে পিবিআই

হেফাজতে ইসলামের হরতালে নারায়ণগঞ্জে মহাসড়কে নাশকতার মামলায় গ্রেফতার দলটির সাবেক যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হককে তিনদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নারায়ণগঞ্জ জেলা শাখা। সংস্থার নারায়ণগঞ্জ জেলা শাখার কার্যালয়ে গতকাল থেকে মামুনুল হককে রিমান্ডের জিজ্ঞাসাবাদ কার্যক্রম শুরু হয়। পিবিআই নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের হরতাল কর্মসূচিতে সদর উপজেলা সিদ্ধিরগঞ্জ থানার সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগসহ ব্যাপক সহিংসতার ঘটনার মামলায় হেফাজতের কেন্দ্রীয় নেতা মামুনুল হককে নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে আসামি করা হয়। পরবর্তীতে এ মামলার তদন্তভার দেওয়া হয় পিবিআই নারায়ণগঞ্জ শাখাকে। তদন্তের প্রয়োজনে মামুনুলকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হলে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল থেকে তাকে তিনদিনের রিমান্ডে নেয়া হয়। পুলিশ সুপার বলেন, হেফাজতের হরতাল কর্মসূচিতে নাশকতার পরিকল্পনা ও নেতৃত্ব দেওয়ার পাশাপাশি আসামি আর কি কি ভূমিকা পালন করেছেন তা খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ খবর