শিরোনাম
শনিবার, ৫ জুন, ২০২১ ০০:০০ টা

তবুও স্বাস্থ্যবিধি মানছেন না বেনাপোলবাসী

বকুল মাহবুব, বেনাপোল

তবুও স্বাস্থ্যবিধি মানছেন না বেনাপোলবাসী

ভারতীয় ট্রাকচালক ও সহকারীদের কারণে বেনাপোল বন্দর এলাকা রয়েছে মারাত্মক করোনা ঝুঁকিতে। বন্দর এলাকায় বাড়ছে করোনা রোগী। বন্দর এলাকায় প্রশাসনের পক্ষ থেকে জোরদার করা হচ্ছে মনিটরিং। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ভারতীয় ট্রাকচালকদের কাছে পণ্য বিক্রি করায় গত ৩০ মে বন্দর এলাকার পাঁচ দোকানিতে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তারপরও স্বাস্থ্যবিধি মানছেন না বেনাপোলের মানুষ। প্রতিদিন স্রোতের মতো ছুটছেন হাট-বাজারে।

ভারত থেকে বিশেষ অনুমতি নিয়ে গত ৩৫ দিনে দেশে ফিরেছেন চার হাজার ২০০ বাংলাদেশি। ভারত ফেরত এ সব পাসপোর্ট যাত্রীর মধ্যে ৪৭ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে ৬ মাস ও ১১ বছরের দুই শিশু রয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভারত ফেরত আক্রান্তদের মধ্যে ১৫ জনের শরীরে করোনার ভারতীয় ধরন শনাক্ত করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা বলেন, ভারত থেকে আসা বাংলাদেশিদের ১৪ দিন কোয়ারেন্টাইন শেষে করোনা নেগেটিভ হওয়া সাপেক্ষে ছেড়ে দেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর