বুধবার, ১৬ জুন, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু

সিরাজগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে। শাহজাদপুর উপজেলার সড়াতৈল, উল্লাপাড়ার কয়ড়া ও কাজিপুর উপজেলার পূর্বজজিরা গ্রামে গতকাল এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- সড়াতৈল গ্রামের নেফাজ সরকারের ছেলে নজরুল ইসলাম (৪৮), উল্লাপাড়ার কয়ড়া গ্রামের আলীর ছেলে আতিক হাসান (৩২) ও কাজিপুরের পূর্বজজিরা গ্রামের কাইঞ্চা মন্ডলের ছেলে ফরিদ (৫০)। শাহজাদপুরের ইউএন ও শাহ মো. শামসুজ্জোহা জানান, দুপুরে জমি থেকে খড় আনতে যান নজরুল। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাতে তিনি মারা যান। উল্লাপাড়া মডেল থানার ওসি দীপক কুমার জানান, বিকালে নিজের জমিতে আতিক হাসানসহ চারজন কৃষি কাজ করছিলেন। তখন বজ্রপাতে সবাই আহত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক আতিক হাসানকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে নিশ্চিন্তপুর ইউনিয়নের চরাঞ্চলে জালাল উদ্দিন নৌকা থেকে গো-খাদ্য নামাচ্ছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই জালাল মারা যান।         -সিরাজগঞ্জ প্রতিনিধি

স্ত্রীকে ফিরে পেতে শ্যালিকা অপহরণ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিল্লাল হোসেন (২৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে স্ত্রীকে ফিরে পেতে শ্যালিকাকে (৫) অপহরণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত বিল্লালকে রাজধানীর মানিকনগর থেকে গতকাল রাতে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। এ সময় শিশুটিকেও উদ্ধার করা হয়। বিল্লাল মুন্সিগঞ্জের গজারিয়ার উড়ারচর এলাকার খোকন মিয়ার ছেলে। তার স্ত্রীর গ্রামের বাড়ি ভোলার বোরহানউদ্দিন থানায়। তারা সিদ্ধিরগঞ্জের মুক্তিনগর রসুলবাগ এলাকায় ভাড়া থাকেন।  পুলিশ জানায়, এক বছর আগে বিল্লালের সঙ্গে ভোলার বোরহানউদ্দিনের মোহাম্মদ হোসেনের মেয়ে তানিয়ার বিয়ে হয়। বিয়ের পর তাদের মধ্যে  কলহ সৃষ্টি হয়। ৬ মাস আগে তানিয়া বাবার বাসায় চলে যান। এরপর থেকে বিল্লাল স্ত্রীকে ফেরানোর জন্য হুমকি দিতেন। গত শনিবার তিনি স্ত্রীর ছোট বোনকে অপহরণ করেন। এ ঘটনায় সোমবার রাতে মোহাম্মদ হোসেন মামলা করেন।             -সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

ফুটপাথে উচ্ছেদ অভিযান শুরু 

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জৈনা বাজার থেকে মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষ। ঢাকা বিভাগীয় সড়ক ও জনপথের অতিরিক্ত সচিব নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান মিয়ার নেতৃত্বে গতকাল সকালে অভিযান শুরু হয়েছে। সওজ অধিদফতরের অধিগ্রহণ করা জায়গা দখল করে নির্মিত ছোট-বড় ভবন, দোকানপাটসহ অবৈধ স্থাপনা ভেকু দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। ঢাকা বিভাগীয় অতিরিক্ত সচিব কামরুজ্জামান মিয়া বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর থেকে জৈনা বাজার নাসিরগ্লাস পর্যন্ত ৩৫ কিলোমিটারে সওজ বিভাগের অধিগ্রহণকৃত জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা সরিয়ে নিতে গত ৩ জুন গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এরই ধারাবাহিকতায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে সড়ক জনপথ বিভাগ। এই অভিযান ১৭ জুন পর্যন্ত চলবে। -শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর