বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

ট্রাকচাপায় নারী শ্রমিকের মৃত্যু, সড়ক অবরোধ

গাজীপুরের কোনাবাড়ী এলাকায় ট্রাকচাপায় এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু এবং আহত হয়েছেন অপর দুই নারী শ্রমিক। গতকাল কোনাবাড়ী আঞ্চলিক সড়ক আমবাগ সেতুর ওপরে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী পোশাক শ্রমিক কোহিনূর খাতুন ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার রাধাকানাই গ্রামের নাজমুল হকের স্ত্রী। তিনি আমবাগ পশ্চিমপাড়া এলাকার তোফাজ্জল হোসেনের বাড়িতে ভাড়া থেকে কোনাবাড়ী তুসুকা গ্রুপের একটি পোশাক কারখানায় কাজ করতেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার ওসি আবু সিদ্দিক জানান, সকালে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থেকে দুটি ট্রাক আমবাগ ব্রিজের ওপরে ওঠে। এ সময় বিপুলসংখ্যক পোশাক শ্রমিক পায়ে হেঁটে ব্রিজের ওপর দিয়ে কর্মস্থলে আসছিল। এ সময় চালক ট্রাকটিকে পথচারীদের ওপর উঠিয়ে দিলে ঘটনাস্থলেই একজন মারা যান, আরও দুজন আহত হন। -গাজীপুর প্রতিনিধি

 

পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

হবিগঞ্জের বানিয়াচং ও মাধবপুর উপজেলায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বিকালে ও দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকালে বানিয়াচং উপজেলার দেশমুখ্য পাড়ায় পুকুরের পানিতে ডুবে তাসপিয়া (৯) ও তার চাচাত বোন নুসরাত (৮) মারা যায়। তাসপিয়া ওই এলাকার নুর মিয়া এবং নুসরাত নুরফল মিয়ার মেয়ে। তারা বাড়ির আঙিনায় খেলার সময় সবার অগোচরে পানিতে পড়ে যায়। পরে স্বজনরা ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করে। এদিকে মাধবপুরে পানিতে ডুবে মারা গেছে শিশু লামিয়া বেগম (২)। দুপুরে উপজেলার ধর্মঘর ইউনিয়নের সোয়াবই  গ্রামে এ ঘটনা ঘটে। লামিয়া ওই গ্রামের দুলাল মিয়ার মেয়ে। পরিবার সূত্রে জানা যায়, অন্য শিশুদের সঙ্গে লামিয়া খেলতে বের হয়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে সবাই খুঁজতে বের হন। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পুকুরে তাকে ভাসতে দেখা হয়। উদ্ধার করে স্থানীয় কমিউনিটি ক্লিনিকে নিলে চিকিৎসক লামিয়াকে মৃত ঘোষণা করেন। -হবিগঞ্জ প্রতিনিধি

 

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইটকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রাতে দলীয় অফিসের কাছ থেকে সদর থানার পুলিশ তাকে গ্রেফতার করে। সুইট শহরের আমলাপাড়া মহল্লার বাসিন্দা। সদর থানার এস আই মো. তরিকুল ইসলাম জানান, আবু সাইদ সুইটের বিরুদ্ধে তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। -সিরাজগঞ্জ প্রতিনিধি

 

আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে সাবেক কাউন্সিলরসহ ২ জন গুলিবিদ্ধ

নরসিংদীর মাধবদীতে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের হামালায় পৌরসভার সাবেক কাউন্সিলরসহ ২ জন গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন ৫ জন। গুরুত্বর আহতবস্থায় গুলিবিদ্ধ পৌরসভার সাবেক কাউন্সিলর জাকারিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। গতকাল রাত সাড়ে ৯টায় মাধবদী পৌরসভার সামনে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন নিয়ে গতকাল মাধবদীর রমনি কমিউনিটি সেন্টারে মাধবদী থানা আওয়ামী লীগের কার্যকরী কমিটির মিটিং চলছিল। মিটিং চলাকালে মাধবদী পৌরসভার মেয়র হাজি মোশারফ হোসেন মিটিংয়ে উপস্থিত হন। পরে দুই পক্ষের সংর্ঘষের ঘটনা ঘটে। -নরসিংদী প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর