শনিবার, ১৯ জুন, ২০২১ ০০:০০ টা

নির্মাণ শেষ হওয়ার আগেই উঠে গেছে সড়কের কার্পেটিং

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

নির্মাণ শেষ হওয়ার আগেই উঠে গেছে সড়কের কার্পেটিং

পাকা সড়ক (ফ্লেক্সেবল কার্পেটিং) নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই উঠে গেছে স্টোন চিপসসহ বিটুমিনের প্রলেপ। উজিরপুর উপজেলার সানুহার-ধামুরা-জল্লা-সাতলা সড়কে ঘটেছে এই ঘটনা। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিটুমিনসহ অন্যান্য নির্মাণসামগ্রী নিম্নমানের ব্যবহার করায় সড়কের এই অবস্থা হয়েছে বলে দাবি এলাকাবাসীর। ঠিকাদারের প্রতিনিধির ভাষ্য, যথাযথভাবেই সড়ক নির্মাণ করা হয়েছে। বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী শরীফ মো. জামাল উদ্দিন বলেন, সড়ক নির্মাণে ব্যবহৃত সামগ্রীর নমুনা পরীক্ষা করে দেখা হয়েছে। এতে কোনো অনিয়ম পাওয়া যায়নি।  জানা যায়, ১ কোটি ৯৩ লাখ টাকা ব্যয়ে প্রায় সাড়ে চার কিলোমিটার সড়ক নির্মাণের দায়িত্ব পায় মাদারীপুরের মীম-আলিফ-জেভি নামে একটি প্রতিষ্ঠান। শোলক ইউপি চেয়ারম্যান কাজী হুমায়ুন কবির বলেন, সড়ক নির্মাণে বিটুমিনসহ সব নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে নিম্নমানের।

সর্বশেষ খবর