বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১ ০০:০০ টা

সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সড়ক সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের ফেসবুকে এখন সমালোচনার ঝড়। সরকারি নিয়মনীতি উপেক্ষা করে নিম্নমানের ইটের খোয়া ও পুরাতন পিচ দিয়ে কাজ করছেন ঠিকাদার। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অধীনে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক উপজেলার সিংগারবিল  থেকে হরষপুর ভায়া মির্জাপুর পর্যন্ত ১৯ কিলোমিটার সড়ক সংস্কার করা হচ্ছে। এতে ব্যয় ধরা হয়েছে ১৭ কোটি ১০ লাখ টাকা। কাজটি যৌথভাবে পেয়েছে দুই ঠিকাদার প্রতিষ্ঠান। স্থানীয়রা জানান, মেরামত কাজে যে মালামাল ব্যবহৃত হচ্ছে সেগুলো আগের কাজের ব্যবহৃত মালামাল। আগের ব্যবহৃত ইট ও পিচ তোলে সেই মালামাল নতুন নিম্নমানের ইটের খোয়ার সঙ্গে মিশিয়ে কাজ করা হচ্ছে। আবার অনেক জায়গায় বালু না দিয়েই ইটের খোয়া ফেলে কাজ করা হচ্ছে। আগের কাজের পিচ ও ইটের খোয়ার সঙ্গে ময়লা-আবর্জনাসহ রোলারের ব্যবহার সঠিক হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। বিষ্ণুপুর ইউনিয়নের আশরাফুল ভূইয়া সুমন জানান, স্থানীয় এমপি উন্নত মানের কাজ হওয়ার জন্য বিপুল পরিমাণ টাকা বরাদ্দ এনেছেন সরকার থেকে।

সর্বশেষ খবর