বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১ ০০:০০ টা

লোডশেডিংয়ে অতিষ্ঠ পল্লী বিদ্যুতের গ্রাহকরা

লালমাই (কুমিল্লা) প্রতিনিধি

পল্লী বিদ্যুতের লোডশেডিংয়ে অতিষ্ঠ লালমাইয়ের গ্রাহকরা। নিয়মিত লোডশেডিং ছাড়াও আকাশে মেঘ দেখলেই বিদ্যুৎ বন্ধ থাকে ঘণ্টার পর ঘণ্টা। একবার বিদ্যুৎ চলে গেলে কখন আসবে তার নিশ্চয়তা নেই। দিনরাত যখন ইচ্ছা বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা যেন অফিসের নিয়মে পরিণত হয়েছে। বিদ্যুতের এমন আসা-যাওয়ার কারণে রাতে তীব্র গরমে একটু শান্তিতে ঘুমাতে পারছেন না গ্রাহকরা। শিক্ষার্থীরা রাতে ঠিকমতো লেখাপড়া করতে পারছে না। শুধু তাই নয়, প্রত্যন্ত অঞ্চলে গড়ে ওঠা ক্ষুদ্র ও মাঝারি কলকারখানা, ব্যবসাপ্রতিষ্ঠান, চিকিৎসা, ব্যাংকিং সেবা, শিক্ষা ও গৃহস্থালির কাজকর্ম ব্যাহত হচ্ছে। বিদ্যুৎনির্ভর ব্যবসা-বাণিজ্যে দেখা দিয়েছে স্থবিরতা। সন্ধ্যার পর বিদ্যুৎ না থাকায় উপজেলার অধিকাংশ হাটবাজার জনশূন্য হয়ে পড়ে। ঘন ঘন লোডশেডিংয়ে ফ্রিজ, মোটর, কম্পিউটার, বাল্বসহ যান্ত্রিক ও ইলেকট্রিক সামগ্রী নষ্ট হচ্ছে। বিদ্যুতের অভাবে রাতে চার্জ দিতে না পারায় বহু ইজিবাইক চালক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। লালমাই উপজেলার পাইকপাড়া গ্রামের গ্রাহক মাহবুবুর রহমান মজুমদার বলেন, ‘আমাদের এখানে প্রায় ছয় মাস ধরে বিদ্যুতের এমন সমস্যা। দিনে সাত-আট বার বিদ্যুৎ যায়-আসে।

সর্বশেষ খবর