বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

পিছিয়ে পড়া গ্রামকে মৎস্য গ্রামের ঘোষণা

মুজিববর্ষ উদযাপন উপলক্ষে নেত্রকোনার ১২টি ইউনিয়নের মধ্যে প্রত্যন্ত এবং পিছিয়ে পড়া ইউনিয়নের একটি গ্রামকে মৎস্য চাষে উন্নীত করায় মৎস্য গ্রাম হিসেবে ঘোষিত হয়েছে। নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের ‘দক্ষিণ বিশিউড়া’ গ্রামকে মৎস্য গ্রাম ঘোষণা করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন। এ ব্যাপারে সদর উপজেলা মৎস্য অফিসার দেবাশীষ ঘোষ বলেন, জেলা সদরের মোট ১২ টি ইউনিয়নের মধ্যে সবচেয়ে দুর্গম ইউনিয়ন হচ্ছে দক্ষিণ বিশিউড়া। এটি যাতায়াতের দিক দিয়ে অবহেলিত ছিল। সেই সঙ্গে সবদিক থেকে পিছিয়েপড়া ছিল। সাবেক মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এলাকাটিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আধুনিক মাছ চাষে উদ্বুদ্ধ করেন। -নেত্রকোনা প্রতিনিধি

 

এমপি পরিচয়ে প্রতারণা!

প্রধানমন্ত্রীর প্রয়াত রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের ছেলে পরিচয়ে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ। তারা হলেন কথিত এমপি জহির উদ্দিন বাবুল ও নারী সহযোগী গুলশান আরা খানম লাভলী। গতকাল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। চাকরির প্রলোভনে টাকা হাতিয়ে নেওয়া ও খালি চেক নেওয়ার পর তাতে টাকার অঙ্ক বসিয়ে টাকা উদ্ধারের জন্য পুলিশকে তদবির করতেন তারা। ডিবি পুলিশ জানায়, ফকিরাপুলের হোটেল শেল্টারে তিন বছর ধরে অবস্থান করে প্রতারণা চালিয়ে যাচ্ছিলেন জহির উদ্দিন। নিজেকে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য পরিচয়ে প্রতারণা ও পুলিশের কাছে তদবির করতেন। প্রতারণার শিকার নজরুল ইসলাম বলেন, তার ভাইয়ের ছেলে ও মেয়েকে সেনাবাহিনীর সিভিলে চাকরি দেওয়ার কথা বলে গত জানুয়ারিতে ১৭ লাখ টাকা চুক্তি করেন। এরপর ৬ লাখ টাকা নগদ এবং পাঁচটি চেক নেন। কিন্তু চাকরি ও টাকা ফেরত না দিয়ে খালি চেকে ২০ লাখ টাকা বসিয়ে উকিল নোটিস পাঠান এবং পুলিশের কাছে অভিযোগ করেন। -ময়মনসিংহ প্রতিনিধি

 

নদীভাঙন রোধে ব্যবস্থা নিতে আলটিমেটাম

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় নদীভাঙন রোধে আগামী এক সপ্তাহের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। এ সময়ের মধ্যে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নিলে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা মুন্সী। গতকাল উপজেলার দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নের নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় তিনি এ ঘোষণা দেন। মোস্তফা মুন্সী বলেন, দীর্ঘদিন ধরে দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নে ভাঙন অব্যাহত রয়েছে। ভাঙনে প্রতি বছর হাজার হাজার মানুষের ঘরবাড়ি বিলীন হচ্ছে। কিন্তু ভাঙন রোধে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। আগামী সাত দিনের মধ্যে পানিসম্পদমন্ত্রী এবং উপমন্ত্রীসহ এই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হলে ২ জুলাই নদীভাঙন কবলিত মানুষ নিয়ে ঢাকা-খুলনা মহাসড়কে অবস্থান করে সড়ক অবরোধ করব। উপজেলা পরিষদ চেয়ারম্যান ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে গেলে শত শত মানুষ পাউবো কর্মকর্তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। -রাজবাড়ী প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর