বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১ ০০:০০ টা

প্রাথমিকের পাঠদান মেমোরি কার্ডে

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

প্রাথমিকের পাঠদান মেমোরি কার্ডে

দিনাজপুরের হিলিতে করোনাকালীন সময়ে প্রাথমিকের শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষতি কাটিয়ে উঠতে মেমোরি কার্ডের মাধ্যমে বিশেষ ব্যবস্থায় চলছে পাঠদান। এর মাধ্যমে শিক্ষার্থীরা যেমন তাদের পড়ালেখা চালিয়ে যাচ্ছেন। তেমনি অটোপাসের দরকার হবে না। করোনার কারণে গত বছরের ১৭ মার্চ থেকে সারা দেশের ন্যায় হিলির সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। এতে এক বছরের বেশি সময় ধরে হিলির ৪৬টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রয়েছে। তেমনি বন্ধ রয়েছে পাঠদান। এতে শিক্ষার্থীদের পড়ালেখা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিদ্যালয় বন্ধ থাকায় অনেক শিশু পড়ালেখা থেকে বিমুখ হয়ে পড়ছেন। তেমনি অনেক শিশু শিশুশ্রমে জড়িয়ে পড়ছে। অনলাইন শিক্ষা কার্যক্রম চললেও ৯০ভাগ শিশু এই কার্যক্রমের আওতার বাহিরে থাকছে। সব শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষতি কাটিয়ে উঠতে বিশেষ ব্যবস্থায় পাঠদান চালু করেছে হিলি-হাকিমপুর শিক্ষা অফিস। অনলাইনের ক্লাসগুলো রেকর্ড করে তা মেমোরি কার্ডের মাধ্যমে শিক্ষার্থীদের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন শিক্ষকরা।

সর্বশেষ খবর