রবিবার, ২৭ জুন, ২০২১ ০০:০০ টা

বেহাল সড়কে ভোগান্তি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বেহাল সড়কে ভোগান্তি

সংস্কারের অভাবে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার অধিকাংশ সড়ক বেহাল অবস্থায় রয়েছে। এতে করে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে পথচারীসহ যানবাহন চালকদের। ফলে জনমনে নেতিবাচক প্রভাব পড়ছে। জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের প্রাণ কেন্দ্র হুজরাপুর মোড় থেকে ফায়ার সার্ভিস মোড়, করনেশন রোড থেকে মহানন্দা বাসস্ট্যান্ড, শাহীবাগ-সরকারের মোড়সহ বিভিন্ন রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। আর এসব সড়ক দিয়ে চলাচলকারী বিভিন্ন যানবাহন প্রতিনিয়তই ভোগান্তির শিকার হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা সূত্রে জানা গেছে, পৌর এলাকার মোট পাকা সড়কের দৈর্ঘ্য প্রায় ১০৩ কিলোমিটার। অন্যদিকে পৌর এলাকা ঘুরে দেখা যায়, শহরের প্রাণকেন্দ্র হুজরাপুর পাওয়ার হাউস মোড় থেকে ফায়ার সার্ভিসের মোড়, হুজরাপুরের করনেশন রোড থেকে মহানন্দা বাসস্ট্যান্ড মোড় পর্যন্ত রাস্তাটি ইট বালি উঠে গিয়ে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। ফলে সড়কগুলো দিয়ে প্রতিদিন পণ্যবাহী ট্রাক, মিনি ট্রাক, মাইক্রো, কার, অটোরিকশা চলাচল করছে ঝুঁকি নিয়ে। এ সড়কে রয়েছে বিভিন্ন সরকারি দফতর, মার্কেট, চাউল পট্টি, বিভিন্ন দোকান। অন্যদিকে শাহীবাগ-সরকারের মোড় সড়কটির খোয়া ও পিচ উঠে বেহাল অবস্থার মধ্যে রয়েছে। রাস্তাগুলোতে গর্তের সৃষ্টি হওয়ায় প্রায়শই রিকশা ও অটোরিকশা উল্টে যাত্রীরা আহত হচ্ছে। অন্যদিকে খানাখন্দগুলো খোয়া ও বালু দিয়ে মাঝে মধ্যে ভরাট করা হলেও বৃষ্টির পানিতে তা কর্দমাক্ত হয়ে যায়। এমনকি শুকনো মৌসুমেও খানাখন্দ থাকায় এ রাস্তা দিয়ে রিকশা, অটোরিকশা, বাইসাইকেল ও মোটরসাইকেল চলাচল করতে পারে না। এসব সড়ক সংস্কারের পাশাপাশি প্রশস্ত এবং শোভাবর্ধন করা প্রয়োজন বলে মনে করছেন অনেকেই। এ ছাড়া সার্কিট হাউস রোড থেকে শান্তিবাগ মোড়, গ্রিন ভিউ স্কুল সংলগ্ন মোড় হয়ে নির্মাণাধীন মডেল মসজিদ সংলগ্ন রাস্তা, পুরাতন সিএন্ডবি এলাকার রাস্তাটিও বেহাল অবস্থায় রয়েছে। সড়কের বেহাল অবস্থা দেখে হুজরাপুর মহল্লার বাসিন্দা রওশন আলী ক্ষোভের সঙ্গে জানান, মেয়র ও কাউন্সিলর হিসেবে যাদের নির্বাচিত করা হয়, তারা ভোটের আগে বিভিন্ন প্রতিশ্রুতি দেন। কিন্তু নির্বাচিত হওয়ার পর তারা সেসব প্রতিশ্রুতির কথা ভুলে যান। এ প্রসঙ্গে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম জানান, অর্থ বরাদ্দের জন্য তৃতীয় নগরায়ণ প্রকল্প ৩-এ চাহিদাপত্র পাঠানো হয়েছে। আপাতত অর্থ বরাদ্দ না থাকায় উন্নয়ন কাজ করা সম্ভব হচ্ছে না। অর্থ বরাদ্দ পাওয়া গেলে সড়ক সংস্কার করা হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর