শুক্রবার, ১৬ জুলাই, ২০২১ ০০:০০ টা

জেলের জালে বিলুপ্তপ্রায় ঢাই মাছ

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে ঢাই মাছ ধরা পড়েছে। একসময় পদ্মায় বিপুল পরিমাণে ঢাই মাছ ধরা পড়লেও এখন খুব একটা চোখে পড়ে না। গতকাল গোয়ালন্দ উপজেলার জেলে বাদশার জালে ৪ কেজি ওজনের বিলুপ্তপ্রায় এই মাছটি ধরা পড়ে। মাছটি দৌলতদিয়া ফেরিঘাট এলাকার শাকিল সোহন মৎস্য আড়তের মালিক শাজাহান শেখ ১২ হাজার টাকায়  কেনেন।

তিনি বলেন, আমরা যখন দেশের বিভিন্ন স্থানে মাছের ব্যাপারে ফোন করি তখন ঢাই মাছের ব্যাপক চাহিদা জানতে পারি। তবে ৩-৪ মাস পর পর দু-একটি ঢাই মাছ পাওয়া যায়। মাছটি সামান্য লাভে ফরিদপুরের এক ঠিকাদারের কাছে বিক্রি করেন বলে তিনি জানান।

জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন, ঢাই মাছ প্রায় বিলুপ্ত প্রজাতির মাছ হিসেবে গণ্য হচ্ছে। পদ্মা নদীতে মাঝে-মধ্যে ঢাই মাছ পাওয়া যাচ্ছে। পদ্মায় যেহেতু এ মাছ পাওয়া যাচ্ছে সেহেতু এই মাছের প্রজনন কীভাবে বৃদ্ধি করা যায় সেটি নিয়ে চেষ্টা করব।

সর্বশেষ খবর