রবিবার, ১ আগস্ট, ২০২১ ০০:০০ টা

বাগমারায় ভ্রাম্যমাণ টিকা রেজিস্ট্রেশন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর বাগমারায় ভ্রাম্যমাণ টিকা রেজিস্ট্রেশন ও টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। দেশে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় আওয়ামী লীগ। গতকাল থেকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে চালু করা হয়েছে ভ্রাম্যমাণ করোনা টিকা প্রদান ও ফ্রি রেজিস্ট্রেশন ক্যাম্প। এখানে গ্রামের যে কোনো মানুষ ফ্রি রেজিস্ট্রেশন করে করোনার টিকা নিতে পারবেন। বিশেষ করে গ্রামের নারীদের করোনার টিকা নিশ্চিত করতেই এমন উদ্যোগ। ভ্রাম্যমাণ করোনা টিকা প্রদান ও ফ্রি রেজিস্ট্রেশন ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠান ভার্চুয়ালি উদ্বোধন করেন এনামুল হক এমপি। সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবদুল মালেক মন্ডল। উপস্থিত ছিলেন ডা. নাসির উদ্দীন, উপজেলা মহিলা লীগের সভাপতি কহিনুর বানু প্রমুখ।

প্রথম দিনে তিন শতাধিক নারীকে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত চলবে এই টিকা প্রদান কার্যক্রম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর