শনিবার, ৭ আগস্ট, ২০২১ ০০:০০ টা

লিকুইড অক্সিজেন প্লান্ট চালু হলো চাঁদপুরে

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর জেনারেল হাসপাতালে হাইফ্লো লিকুইড অক্সিজেন প্লান্ট চালু করা হয়েছে। এখন থেকে ১৫০ জন রোগী নিরবচ্ছিন্ন অক্সিজেন সুবিধা পাবেন। চাঁদপুর সদর হাসপাতালে পূর্বের সিলিন্ডারসহ মোট ২১০ জন রোগীকে অক্সিজেন সুবিধা দেওয়া যাবে। গতকাল দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে প্লান্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। জানা যায়, গত এপ্রিলে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ৫১ লাখ ৬০ হাজার মিলিলিটারের লিকুইড অক্সিজেন প্লান্টের কাজ শুরু হয়। আড়াই মাস টানা কাজ করে লিকুইড অক্সিজেন প্লান্টের ভবন স্থাপন এবং লিকুইড অক্সিজেন সংরক্ষণের ট্যাংকির কাজও সম্পন্ন করে শ্রমিকরা। মূল প্লান্টটিতে তৈরি হবে ৬ হাজার লিটারের অক্সিজেন গ্যাস। যা অক্সিজেনে রূপান্তর হয়ে ৫১ লাখ ৬০ হাজার মিলিলিটারে দাঁড়াবে।

সর্বশেষ খবর