শনিবার, ১৪ আগস্ট, ২০২১ ০০:০০ টা

ভুল পথে নেত্রকোনায়, বাড়ি পৌঁছে দিল পুলিশ

নেত্রকোনা প্রতিনিধি

লকডাউনে ঢাকা থেকে হাঁটতে থাকা এক কিশোর ভুলে নেত্রকোনা শহরে চলে এলে গতকাল তাকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দেয় জেলা পুলিশ। জুয়েলের বাড়ি ঠাকুরগাঁও জেলা সদরে। নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, মানবিক দিক বিবেচনায় হেঁটে আসা জুয়েলকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিজ বাড়িতে পাঠানো হয়েছে।

মডেল থানার নারী ও শিশু ডেস্কের কর্মকর্তা এসআই রাজিয়া আক্তার বুধবার তাকে ঢাকা থেকে একটি বাসে উঠিয়ে দেন। পরদিন বৃহস্পতিবার ছেলেটি নিরাপদে বাড়ি পৌঁছে।

জানা যায়, গত ৭ আগস্ট রাতে লক্ষ্মীগঞ্জ ইউনিয়নের নসিবপুর বাজারে জুয়েলকে ভবঘুরের মতো হাঁটতে দেখেন স্থানীয় সোহাগ। পরে জিজ্ঞাসাবাদে সে জানায়, ঢাকার শাহজালাল এয়ারপোর্ট থেকে নিজ বাড়ি ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে পাঁচদিন ধরে হাঁটতে শুরু করে জুয়েল। একপর্যায়ে সে পথ ভুলে নেত্রকোনায় চলে আসে। শারীরিকভাকে অসুস্থবোধ করায় তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

সর্বশেষ খবর