শিরোনাম
সোমবার, ১৬ আগস্ট, ২০২১ ০০:০০ টা

বেনাপোল চেকপোস্টে ঝুঁকি বাড়ছে

বেনাপোল প্রতিনিধি

করোনাকালীন সময়ে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ও যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্র। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউসুফ আলী জীবনের ঝুঁকি নিয়ে করোনা রোগীদের সেবা করে যাচ্ছেন সার্বক্ষণিক। ইতিমধ্যে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের বেশ কজন ডাক্তার আক্রান্ত হয়েছেন করোনায়। মারা গেছেন দুজন। করোনার সম্মুখযোদ্ধা হিসেবে শার্শা উপজেলার সব কমিউনিটি ক্লিনিকসহ বেনাপোল বন্দরে ভারত ফেরত বাংলাদেশি যাত্রীদের নিরলসভাবে স্বাস্থ্য সেবা দিচ্ছেন গোটা স্বাস্থ্য বিভাগ। গত ২৬ এপ্রিল থেকে একটানা সকাল ৭টা থেকে রাত পর্যন্ত বেনাপোল পোর্ট এলাকায় দায়িত্ব পালন করেছেন। উদ্দেশ্য হচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারত হতে আগত বাংলাদেশিদের দুই সপ্তাহের জন্য বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিত করা ও তাদের স্বাস্থ্য সেবা দেওয়া। কভিড-১৯ মহামারীর সাম্প্রতিক ঢেউ ভারতের স্বাস্থ্য ব্যবস্থার ওপর বিরাট আঘাত হেনেছে এবং ভারতীয় ভ্যারিয়েন্ট হিসেবে পরিচিতি পাওয়া ট্রিপল মিউটেন্ট করোনা ভ্যারিয়েন্টের সংক্রমণ হয়।

সর্বশেষ খবর