মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১ ০০:০০ টা

গ্যাস লাইনের ত্রুটিতে দুর্ভোগ

কুমিল্লা প্রতিনিধি

গ্যাস লাইনের ত্রুটিতে দুর্ভোগ

গ্যাস লাইনে যান্ত্রিক ত্রুটিতে কুমিল্লা নগরীতে দুর্ভোগে পড়েছেন কয়েক লাখ মানুষ। গত রবিবার রাত ২টা থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত এ সমস্যা চলমান ছিল। এতে খাবার রান্নাসহ বিভিন্ন দুর্ভোগে পড়েন। বাসায় খাবার রান্না করতে না পেরে অনেক রেস্টুরেন্ট থেকে খাবার আনতে গিয়েও ফিরে এসেছে। অনেকে কলা ও পাউরুটি দিয়ে সকালের নাস্তার কাজ করেছেন। কুমিল্লা বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন সূত্রে জানা যায়, জাতীয় গ্রিড থেকে চান্দিনার কুটুম্বপুর থেকে কুমিল্লা নগরীর নন্দনপুর বিশ্বরোড হয়ে কুমিল্লা নগরীতে গ্যাস সাপ্লাই দেওয়া হয়। রাতে কুটুম্বপুরে বিটিসিএল এর বাল্ব ডাউন হয়ে যাওয়ায় গ্যাস সাপ্লাইয়ে সমস্যা দেখা দেয়। ফলে কুমিল্লা নগরীতে গ্যাসের চাপ এক পঞ্চমাংশ হয়ে যায়। ফেনী ও লাকসামের বিজরা বাজারে আরেকটি সাপ্লাইয়ার লাইন থাকায় কুমিল্লার অন্যান্য উপজেলাগুলোতে সমস্যা দেখা দেয়নি। নগরীর কাপ্তান বাজারের গৃহিণী রাবেয়া খাতুন বলেন, সকাল ৯টায় রান্না করতে গিয়ে দেখি আগুন নিভু নিভু অবস্থায়। পরে দোকান থেকে পাউরুটি এনে নাস্তা করি। ঠাকুরপাড়ার গৃহিণী লাভলী আক্তার বলেন, গ্যাস না থাকার কারণে সকালের নাস্তা ও দুপুরের খাবার কোনোটাই তৈরি করতে পারিনি। রাতে গ্যাস আসে। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শংকর মজুমদার বলেন, সমস্যা সমাধানে বিটিসিএল ও আমাদের একাধিক টিম কাজ করেছে। দ্রুততর সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে।

সর্বশেষ খবর