বুধবার, ১৮ আগস্ট, ২০২১ ০০:০০ টা

বটবৃক্ষের ছায়া ছিলেন বঙ্গমাতা

------- ক্যাপ্টেন তাজ

বাঞ্ছারামপুর প্রতিনিধি

বটবৃক্ষের ছায়া ছিলেন বঙ্গমাতা

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম বলেছেন, শেখ মুজিবুর রহমান যখন জেলখানায় ছিলেন তখন আওয়ামী লীগ ও স্বাধীনতার সংগ্রামসহ সব ক্ষেত্রে শক্তি ও সাহস জোগিয়েছেন বঙ্গমাতা। পাশাপাশি নেতা-কর্মীদের মনোবল ধরে রাখার জন্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান হওয়ার পেছনে যার সবচেয়ে বেশি ভূমিকা ছিল তিনি হলেন শেখ ফজিলাতুন নেছা মুজিব। এই মহীয়সী নারী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১৯৩০ সালের ৮ আগস্ট জন্মগ্রহণ করেন। তার ডাক নাম ছিল রেণু বেগম। তিন বছর বয়সে পিতাকে হারান।

প্রতিশ্রুতিশীল ছাত্রনেতা বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলনের নিবেদিত নাম শেখ মুজিবুর রহমানের সঙ্গে শৈশবেই তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর বঙ্গবন্ধুর সব কাজে পর্দার আড়ালে থেকে শক্তি ও সাহস জুগিয়েছেন তিনি। বটবৃক্ষের ছায়া ছিল বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব। গতকাল বাঞ্ছারামপুর ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম অডিটরিয়ামে শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, সহসভাপতি সায়েদুল ইসলাম বকুল প্রমুখ।

সর্বশেষ খবর