বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১ ০০:০০ টা

দুই জেলায় সংঘর্ষে দুজন নিহত

নিজস্ব প্রতিবেদক, সিলেট ও সিরাজগঞ্জ প্রতিনিধি

দুই জেলায় সংঘর্ষে দুজন নিহত

কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদী থেকে বালু উত্তোলনের সময় ‘চাঁদা দাবিকে’ কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত আসাদ নামে এক তরুণের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। আগের দিন ধলাই নদীর ঢালারমুখ এলাকায় সংঘর্ষে আসাদুজ্জামান আসাদ আহত হন। আসাদ একই উপজেলার রাজনগর নতুন বস্তির কফিল উদ্দিনের ছেলে। কোম্পানীগঞ্জ থানার ওসি নজরুল ইসলাম বলেন, বালু উত্তোলনের সময় চাঁদা দাবিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। সিরাজগঞ্জ পৌর এলাকায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে সাজ্জাদ হোসেন (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন। শহরের ভাঙ্গাবাড়ি ও দিয়ারধানগড়া মহল্লাবাসীর মধ্যে গতকাল দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সাজ্জাদ পুরাতন ভাঙ্গাবাড়ি মহল্লার আবু সাঈদের ছেলে। সিরাজগঞ্জ ২ নম্বর পুলিশ ফাঁড়ির পরিদর্শক তরিকুল ইসলাম বলেন, গত মঙ্গলবার সন্ধ্যায় শহরের একটি ক্রোকারিজের দোকানে পণ্য কেনা নিয়ে দুই মহল্লার ব্যক্তির কথাকাটাকাটি হয়। এ ঘটনার জেরে বুধবার দুপুরে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়।

সর্বশেষ খবর