মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১ ০০:০০ টা

বান্দরবানে বসেছে সিসি ক্যামেরা

বান্দরবান প্রতিনিধি

পর্যটক ও স্থানীয় জননিরাপত্তা রক্ষায় বান্দরবান শহর এলাকা ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসি ক্যামেরা) আওতায় নিয়ে আসা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ৩৫ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়ন করছে। এ লক্ষ্যে প্রথম পর্যায়ে বান্দরবান শহরের ৭২ পয়েন্টে ৭২টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। গতকাল এসব সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারির কার্যক্রম শুরু হয়। বাজার ও গুরুত্বপূর্ণ স্থাপনার ওপর নজরদারি শুরু হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইয়াছির বিন আরাফাত জানান, প্রকল্পের আওতায় বান্দরবান শহরের প্রবেশমুখে বঙ্গবন্ধু শেখ মুজিব সড়ক থেকে মধ্যমপাড়া হয়ে বান্দরবান সদর হাসপাতাল পর্যন্ত ৫০টি পয়েন্টে ক্যামেরা স্থাপন করা হয়েছে। তিনি জানান, পুলিশ সুপারের কার্যালয়ে একটি এবং বাজার ব্যবসায়ী সমিতির অফিসে আরও একটি নিয়ন্ত্রণকক্ষের মাধ্যমে নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে।

সর্বশেষ খবর