শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

আন্ডারপাস-ইউলুপে বদলে যাবে দক্ষিণ কুমিল্লা

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

আন্ডারপাস-ইউলুপে বদলে যাবে দক্ষিণ কুমিল্লা

মহাসড়কের ব্যস্ততম এলাকা পদুয়ার বাজার

তিনটি আন্ডারপাস ও ইউলুপে বদলে যাবে দক্ষিণ কুমিল্লার যোগাযোগ ব্যবস্থা। চলাচলে ভোগান্তি কমবে ওই এলাকার বাসিন্দাদের। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বেলতলী, পদুয়ার বাজার ও সদর দক্ষিণ উপজেলার সামনে নির্মাণ করা হবে তিনটি আন্ডারপাস। একটি ইউলুপ হবে পদুয়ার বাজার এলাকার হোটেল নুরজাহানের সামনে। এ সব স্থানে সম্প্রতি দুর্ঘটনা ও যানজট বেড়ে গিয়েছিল। তিন কিলোমিটার এলাকায় এ সব আন্ডারপাস ও ইউলুপ নির্মিত হলে দুর্ঘটনা ও যানজট কমবে বলে আশা সড়ক ও জনপদ (সওজ) বিভাগের। সূত্রমতে, সম্প্রতি কুমিল্লার তিনটি আন্ডারপাস ও ইউলুপ নির্মাণের প্রকল্প অনুমোদন হয়। এতে ব্যয় ধরা হয়েছে ৫৬৮ কোটি টাকা। কাজটি ২০২৪ সালের জুনের মধ্যে শেষ করার প্রাথমিক সময়সীমা নির্ধারণ করা হয়েছে। সরেজমিনে গিয়ে জানা যায়, মহাসড়কের বেলতলী এলাকায় একটি বাঁক রয়েছে। এই মোড়ে সংযুক্ত রয়েছে তিনটি সড়ক। এই ব্যস্ততম মোড় পাড় হতে পরিবহন ও পথচারীদের দুর্ঘটনায় পড়ার আশঙ্কা থাকে। এখানে আন্ডারপাস স্থাপনের জন্য স্থানীয়রা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন। এখানে নির্মিত আন্ডারপাস দিয়ে গাড়ি চলাচল করবে। মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড ব্যস্ততম এলাকা।  এখানে ফুটওভার ব্রিজ থাকলেও পথচারীরা তা ব্যবহার করছেন না।  এতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এখানে পথচারী চলাচলের জন্য আন্ডার পাস হবে। পদুয়ার বাজার প্রধান মোড় থেকে একটু পূর্বে নুরজাহান হোটেল। এর কাছাকাছি ইউটার্নে প্রতি সপ্তাহে দুর্ঘটনা ঘটছে। এখানে হবে ইউলুপ। মহাসড়ক পার হয়ে উপজেলা পরিষদে যাওয়ার শ্রীমন্তপুর এলাকায় যান চলাচলের জন্য নির্মাণ করা হবে আন্ডারপাস। সড়ক ও জনপদ বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী রেজা-ই-রাব্বী বলেন, ‘টেন্ডার শেষে কাজ শুরু হবে। প্রকল্পটি শেষ হলে আশা করছি এ অঞ্চলের মানুষের দুর্ভোগ কমবে।

সর্বশেষ খবর