শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে ক্লিনিক কর্তৃপক্ষ ও চিকিৎসকের অবহেলায় রিনা বেগম (২৬) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল সকালে  তিনি মারা যান। রিনা টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের রাঙাচিরা গ্রামের ইসরাইল মিয়ার স্ত্রী। বিকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছিল। ঘটনার পর থেকে ক্লিনিকের ম্যানেজার ও মালিক পলাতক রয়েছেন। ইসরাইল মিয়া জানান, প্রসব ব্যথা শুরু হলে গত বৃহস্পতিবার দুপুরে নূরুল আমিন খান মাল্টিপারপাস সেন্টারে রিনা বেগমকে ভর্তি করা হয়। গাইনি ডাক্তার সাজিয়া আফরিনের নেতৃত্বে অস্ত্রোপচারের মাধ্যমে কন্যাসন্তান জন্ম দেয় রিনা। তাকে কেবিনে আনার পরই রক্তক্ষরণ হতে থাকে। বিষয়টি ক্লিনিকের নার্সকে জানালে তিনি ডাক্তারকে জানান। কিন্তু একাধিকবার ফোন করার পরও তারা আসেননি। গতকাল সকালে তার অবস্থার অবনতি হলে ক্লিনিকের পক্ষ থেকে রিনাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে পাঠায়। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সর্বশেষ খবর