চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট-রহনপুর সড়কটির বেহাল অবস্থার কারণে মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে। এই সড়কে চলাচলকারী যানবাহনে উঠলে যাত্রী সাধারণ ভালোভাবে নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর জন্য আতংকে থাকেন। এই সড়কে যানবাহনে উঠলে বুক কাঁপে বলে জানান, ভোলাহাট উপজেলার ইসলামপুর গ্রামের সবজি চাষি এহেসান আলী। তিনি বলেন, বেগুন, পেঁপে, পটোল চাষ করে জমি থেকে ফসল তুলে ভোলাহাট-রহনপুর সড়ক দিয়ে কখনো অটোতে। আবার কখনো ভ্যানে করে বাজারে বিক্রির জন্য নিয়ে যান। আর সড়কটি দীর্ঘদিন ধরে ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়লেও বাধ্য হয়েই এই সড়কে যানবাহন চলাচল করছে। ফলে প্রায় প্রতিদিনই পণ্যবাহী গাড়ি উল্টে ফসল নষ্টসহ হতাহতের ঘটনা ঘটছে। অন্যদিকে দলদলি ইউনিয়নের সবজি চাষি শামীম হোসেন জানান, কয়েকদিন আগে ভোলাহাট-রহনপুর সড়ক দিয়ে মেডিকেল মোড় থেকে সবজি বিক্রি করে বাড়ি ফেরার সময় সরু রাস্তায় ট্রাক পারাপারের সময় তিনি দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হন। এ ছাড়া ওই সড়কে চলাচলকারী অটোচালক মুক্তার আলী জানান, গত ২৩ সেপ্টেম্বর ভোরে আলীমোড় রাস্তা ভেঙে থাকায় অটো উল্টে যাত্রী ও তিনি আহত হন। এ ব্যাপারে উপজেলার গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবদুল কাদের অভিযোগ করেন বলেন, সড়ক ও জনপথ বিভাগ মাত্র ২১ কিলোমিটারের ভোলাহাট-রহনপুর সড়কটি সংস্কার না করায় পথচারীদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
শিরোনাম
- নির্বাচন পরিচালনায় সহযোগিতা করতে প্রস্তুত কমনওয়েলথভুক্ত ৫৬ দেশ
- বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে ট্রেন আটকে রাখল শিক্ষার্থীরা
- সব ধরনের কাউন্টার সেবা বন্ধ করলো বাংলাদেশ ব্যাংক
- শীতের দিনেও ব্যায়াম, যা খেয়াল রাখা জরুরি
- প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে: জামায়াত নেতা শাহাজাহান
- মুখে বলিরেখা সমস্যার প্রাকৃতিক সমাধান
- বিশ্বকাপ : বাংলাদেশের সামনে পড়তে পারে ইতালি
- শুল্কের হুমকি দিয়ে আট যুদ্ধের পাঁচটিই থামিয়েছি: ট্রাম্প
- নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও বাধ্যতামূলক: দুদক চেয়ারম্যান
- হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা
- ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল সিলেটের যুবকের
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- টেস্টে নতুন উচ্চতায় তাইজুল
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
বেহাল সড়কে দুর্ভোগ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর